কলকাতা টুডে ব্যুরো:দেশজুড়ে পালিত হচ্ছে নেতাজির ১২৫তম জন্মদিবস।এদিন বিধানসভায় নেতাজি সুভাষচন্দ্র বসুর ছবিতে মাল্যদান করেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় । আজকের এই দিনে বিভিন্ন জায়গায় একাধিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বিধানসভায় রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও নেতাজির ছবিতে মাল্যদান করে তাকে শ্রদ্ধা জানান।
অন্যদিকে কলকাতা কর্পোরেশনের নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৫ তম জন্ম দিবস উপলক্ষে নেতাজির মূর্তিতে মালা দিয়ে শ্রদ্ধা জানালেন মেয়র ফিরহাদ হাকিম।
এদিল শ্যামবাজার পাঁচ মাথার মোড়ে নেতাজির মূর্তিতে মাল্যদান করেন কলকাতা পুরসভার ডেপুটি মেয়র অতীন ঘোষ।
পাঁচমাথা মোড়ে রাজ্যপাল জাগদীপ ধনখড় নেতাজির মূর্তিতে শ্রদ্ধা জানান।বিধান ভবনে, পশ্চিম বঙ্গ প্রদেশ কংগ্রেস কার্যালয়ে এই দিন নেতাজির ছবিতে মাল্যদান করে তাকে শ্রদ্ধা জানানো হয়।
এদিন ভারত সেবাশ্রম সঙ্ঘে পালিত হল নেতাজি সুভাষ চন্দ্র বসুর জন্মদিবস। এ উপলক্ষে কলকাতার বালিগঞ্জে সঙ্ঘের প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানে পতাকা উত্তলন করে নেতাজি মুর্তিতে মাল্যদান করেন সঙ্ঘের প্রধান সম্পাদক স্বামী বিশ্বাত্মানন্দ মহারাজ। নেতাজির নানা কর্মকান্ড নিয়ে বক্তব্য রাখেন সঙ্ঘের অন্যান্য সন্নাসীরা।
সঙ্ঘের প্রধান সম্পাদক স্বামী বিশ্বাত্মানন্দ মহারাজ বলেন, ভারত সেবাশ্রম সঙ্ঘের প্রতিষ্টাতা স্বামী প্রনবানন্দ মহারাজ উদ্বুদ্ধ করেছিলেন ততকালীন বিপ্লবিদের স্বাধিনতা সংগ্রাম এগিয়ে নিয়ে যেতে। সঙ্ঘের বেশ কয়েকজন সন্নাসী সরাসরি বিপ্লবে অংশ নেন।সকলের প্রচেষ্টায় ও নেতাজির নেত্রিত্বে দেশ স্বাধিনতা পায়।
বিজেপি রাজ্য সদর দপ্তরের সামনে নেতাজি ১২৫ তম জন্ম বার্ষিকী উদযাপন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারী,অগ্নিমিত্রা পাল, রাহুল সিনহা সহ একাধিক রাজ্য নেতৃত্বদয়। এদিন দিলীপ ঘোষ নেতাজির জন্ম বার্ষিকীতে তাকে শ্রদ্ধা জানান।
Topics
Netaji Subhas Chandra Bose INA Birth Anniversary Tribute Administration Kolkata