কলকাতা টুডে ব্যুরো:আইএএস আইনে সংশোধনী রুখতে প্রধানমন্ত্রীকে চিঠি লেখায় তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিনকে আক্রমণ শানাতে তোপ দাগলেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেন,”তামিলনাড়ুর চরিত্র পশ্চিমবঙ্গের মতোই।তামিলনাড়ু ও পশ্চিমবঙ্গ একই ক্যারেক্টার। সব কিছু থেকেই নিজেদের এরা আলাদা মনে করেন। টাকা ও সাহায্য চাওয়ার সময় প্রধানমন্ত্রীর কাছে যান আর বাকি সময়ে মনে করেন তারা ভারতবর্ষের বাইরে সব বিষয় নিয়ে রাজনীতি করতে চান।”
এদিন মমতাকেও তোপ দাগেন দিলীপ ঘোষ। তিনি বলেন, ‘নরেন্দ্র মোদী ইতিহাস তৈরি করেন। মুখ্যমন্ত্রী ইতিহাস পড়েছেন কিনা জানা নেই। উনি তো গতকাল বলেন আইএনএ নাকি নেতাজি তৈরি করেছেন। তিনি বলেছিলেন রাজ্যে নেতাজি সৌধ বসবে। তাঁর নামে বিশ্ববিদ্যালয় তৈরি হবে। কিন্তু মোদী করে দেখিয়েছেন। মুখ্যমন্ত্রী শুধু নেতাজিকে নিয়ে রাজনীতি করেছেন।”
তিনি আরও বলেন, “নেতাজি ভক্তি তৃণমূলের পুরোটাই নাটক। যেখানে প্রধানমন্ত্রী গতকাল সব অনুষ্ঠান সকাল আটটায় করেছেন, মুখ্যমন্ত্রী করলেন বেলা ১২টায়। বিধানসভায় আমাদের দলের সকলে গিয়েছেন নেতাজিকে শ্রদ্ধা জানাতে। তবে সেখানে তো মিডিয়ার প্রচার নেই তাই সেখানে তৃণমূলের কেউ যাননি।”
Topics
Dilip Ghosh BJP TMC Administration Kolkata