Home ভিডিও ইউনিয়নের দখলদারিকে কেন্দ্র করে ধুন্ধুমার আলিপুর চিড়িয়াখানায়

ইউনিয়নের দখলদারিকে কেন্দ্র করে ধুন্ধুমার আলিপুর চিড়িয়াখানায়

by Kolkata Today

কলকাতা টুডে ব্যুরো: ইউনিয়নের দখলদারিকে কেন্দ্র করে আলিপুর চিড়িয়াখানায় উত্তেজনা। তৃণমূল ও বিজেপি সমর্থিত দুই কর্মী ইউনিয়নের মধ্যে ঝামেলা। এতদিন আলিপুর চিড়িয়াখানার কর্মী ইউনিয়নের ক্ষমতায় ছিলেন বিজেপি নেতা রাকেশ সিং। এদিন রাকেশ সিংকে সরিয়ে তৃণমূল নেতা রাজেশ সাউ ইউনিয়নের দখল নেন। বিজেপির পতাকা খুলে ফেলা হয়। বিশাল পুলিশ বাহিনী মোতায়েন থাকাকালীনই দু’ পক্ষ ঝামেলায় জড়িয়ে পড়ে।
কোভিড বিধি লঙ্ঘন করেই চিড়িয়াখানার সামনে উপস্থিত প্রচুর কর্মী-সমর্থকরা।এরপরেই দুইপক্ষের মধ্য়েই খণ্ডযু্দ্ধ শুরু হয়ে যায়। পরিস্থিতি এতটাই হাতের বাইরে বেরিয়ে যায় যে, বিশাল পুলিশ বাহিনী উপস্থিত হয়। তবে শেষ অবধি পুলিশকর্মীরা পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে গিয়ে আহত হয়েছেন। জোর করে চিড়িয়াখানার কর্মী সংগঠনের অফিস থেকে বিজেপির পতাকা নামিয়ে তৃণমূলের পতাকা তুলে দেওয়া হয় বলেড অভিযোগ। যদিও তৃণমূল নেতৃত্ব ইতিমধ্যেই ঘোষণা করে জানিয়েছে যে, আলিপুর চিড়িয়াখানায়  আজ থেকে তাঁরা ট্রেড ইউনিয়ন প্রতিষ্ঠা করেছে।

জানা গিয়েছে, এতদিন বিজেপির রাকেশ সিংয়ের নেতৃত্বে সংগঠন ছিল। সেখানে তাঁর গোষ্ঠী গোটা ইউনিয়নের কাজ চালাতো। সোমবার আচমকাই সেই ইউনিয়নের আলিপুর চিড়িয়াখানার সামনে কোভিড বিধি শিকেয় তুলে একত্রিত হন। খবর পেতেই সেখানে পৌছন বিজেপি কর্মী-সমর্থকরা।

দুই পক্ষ সামনাসামনি হতেই রণক্ষেত্র হয়। এরপরেই তৃণমূলের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে বিজেপি কর্মী শিবিরের কর্মীরাও।এরপরেই চিড়িয়াখানা চত্ত্বরে তুলকালাম শুরু হয়। তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা এসে পুলিশের উপস্থিতিতে জবরদস্তি চিড়িয়াখানার মধ্যে প্রবেশ করে চিড়িয়াখানার সাংগঠনিক দখল করে বলে অভিযোগ ওঠে।

এ ঘটনার পরিপ্রেক্ষিতে দিন ফিরহাদ হাকিম বলেন দীর্ঘদিন ধরে চিড়িয়াখানায় গুন্দাগারদি রাজত্ব চলছিল।

 

Topics

Alipore Zoo  BJP  TMC Administration Kolkata

Related Articles

Leave a Comment