কলকাতা টুডে ব্যুরো:গত ২৪ ঘণ্টায় পশ্চিমবঙ্গে করোনা আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৯৬৯ জন। যা গতদিন ছিল ৪ হাজার ৪৯৪। এ রাজ্যে এখনও পর্যন্ত মোট করোনা আক্রান্ত হয়েছেন ১৯ লক্ষ ৭৯ হাজার ২৫৪ জন।
আরও পড়ুনঃ পদ্ম সম্মান প্রত্যাখ্যান করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য
২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে ৩৪ জনের। গতকাল সংখ্যাটা ছিল ৩৬। বর্তমানে বাংলায় সুস্থতার হার ৯৫.৫৬ শতাংশ। মৃত্যু হার ১.০৩ শতাংশ। পজিটিভিটি রেট ৭.৩২ শতাংশ। কলকাতায় গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন ৬৫৪ জন।
আরও পড়ুনঃ ’এই সব নাটক নির্বাচনের আগে হয়,’ অখিলেশের সমর্থনে মমতার সভা নিয়ে কটাক্ষ দিলীপের
সংক্রম বাড়ায় পাল্লা দিয়ে বেড়েছে অ্যাকটিভ কেসও। গতদিন যা ছিল ৭.১২ শতাংশ, বুধবারের পরিসংখ্যানে তা বেড়ে দাঁড়িয়েছে ৭.৩২ শতাংশ। বর্তমানে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৬৭ হাজার ৩৬৯ জন।
তবে মৃতের সংখ্যা কিছুটা কমেছে। গত ২৪ ঘণ্টায় করোনার বলি ৩৪ জন। এখনও পর্যন্ত মোট ২০ হাজার ৪৪৫ জনের প্রাণহানি হয়েছে।
Topics
Bengal Covid19 Vaccine Health Kolkata