Home ভিডিও ‘কমিউনিস্টরা কাঁকড়ার মত,’ কটাক্ষ দিলীপের

‘কমিউনিস্টরা কাঁকড়ার মত,’ কটাক্ষ দিলীপের

by Kolkata Today

কলকাতা টুডে ব্যুরো:কমিউনিস্টরা কাঁকড়ার মত এবং কাউকে ওপরে উঠতে দেয়নি। তিনি মনে করিয়ে দেন জ্যোতি বসুকে প্রধানমন্ত্রী হতে দেয়নি তার দল। প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য পদ্মভূষণ সম্মান ফিরিয়ে দেওয়ার প্রসঙ্গে বললেন বিজেপি নেতা দিলীপ ঘোষ।

আরও পড়ুনঃ পদ্ম সম্মান প্রত্যাখ্যান করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য

তিনি বলেন,” যে উনি শুধু রাজনীতিক নন, সাহিত্যিকও বটে। উনি দলীয় অনুশাসন মেনে চলেন। তাই উনি নিতে অস্বীকার করলেন। তিনি আরও বলেন যে সোমনাথবাবুকে দল থেকে বহিষ্কার করা হয় এবং তার মৃত্যুর পর তার মেয়ে বাড়িতে দলের নেতাদের ঢুকতে দেননি। এটা ভুলে যাওয়া যাবে না।”

সন্ধ্যা মুখার্জির পদ্ম সম্মান ফিরিয়ে দেওয়ার ঘটনায় তিনি বলেন যে ট্যাবলো না থাকলে অপমান হয় আবার পুরস্কার দেওয়া হলেও অপমান হয়। তিনি বলেন যে এটা আগে ঠিক করতে হবে যে কোনটা মান আর কোনটা অপমান।

দিলীপ ঘোষ বলেন যে রাজ্যে সব খুলেছে এবং সেই কারণে যত দ্রুত সম্ভব স্কুল খোলা উচিৎ। তিনি বলেন যে বাচ্চারা বড়োদের সঙ্গে দিন কাটানর ফলে তাদের বিকাশ হচ্ছে না এবং তারা পড়াশুনার পরিবেশ থেকে শিশুরা বঞ্চিত হচ্ছে।তিনি জানিয়েছেন যে ভয়ের পরিবেশ কাটিয়ে মাস্ক পরে শিশুরা অবিলম্বে স্কুলে যাক।

Topics

Dilip Ghosh  BJP  TMC  Administration Kolkata

Related Articles

Leave a Comment