Home ভিডিও মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের শেষ কথা জানালেন মদন মিত্র

মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের শেষ কথা জানালেন মদন মিত্র

by Kolkata Today

কলকাতা টুডে ব্যুরো:আমফানের পরে খিদিরপুর থেকে ধর্মতলা রুটের ট্রাম বন্ধ। মূলত খিদিরপুর ট্রাম ডিপোর সামনে ট্রাম লাইন এর একটি তারের উপর গাছ পড়ে ছিড়ে যায় তারপর থেকে সেইতার আর সারাই হয়নি। বেশ কিছু সংগঠন খোলার দাবিতে মাঝেমধ্যেই খিদিরপুর ট্রাম ডিপোর সামনে বিক্ষোভ দেখায়। সমস্ত রিপোর্ট সরকারের কাছে যাবার পরে আজ পরিবহন দপ্তরের চেয়ারম্যান মদন মিত্র খিদিরপুর আসেন ।এসে এখানকার আধিকারিকদের সঙ্গে কথা বলেন ।একটি রিপোর্ট তৈরি করেন এবং তিনি জানান সেই রিপোর্ট মেয়র ফিরহাদ হাকিম কে তিনি জমা দেবেন। তারপর সরকারের তরফ থেকে সিদ্ধান্ত হবে কবে থেকে ট্রাম চালু হবে। পরিদর্শনে এসে একটি বন্ধ ট্রামের উপরে তিনি ওঠেন উঠে ঘুরে দেখেন।

আরও পড়ুনঃ পদ্ম সম্মান প্রত্যাখ্যান করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য

মমতা বন্দ্যোপাধ্যায়ের যেটা বলেছেন দলের মধ্যে অন্তর্কলহ থাকলে বাইরে বলবে না । দলকে জানাতে হবে ।এই প্রসঙ্গে মদন মিত্র বললেন, মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কথা বলেছেন প্রকাশ্যে নিজেদের মধ্যে গন্ডগোল থাকলে বলবেন না এবং দলের মধ্যেও বলা ঠিক হবে না যার কথা তার কাছে গিয়ে বলবেন। আমরা সবাই ভাই বোন প্রকাশ্যে কোনো কথা বলা উচিত নয় দলের বিরোধী ।আমরা মমতা ব্যানার্জির সাথে ছিলাম আছি তিনি যতদিন সুস্থ আছেন তিনি আমাদের সুপ্রিমো।

শুক্রবার নারোদা মামলায় শুনানি হয়েছে । জর্জ সাহেব কথা শুনেছেন ।তিনি রায় দেবেন। আমাদের সকলকে আজ হাজির থাকতে বলেছিল ।আমরা ব্যক্তিগতভাবে হাজির হয়েছি। আমাদের যেভাবে মেনে চলতে বলেছে আমরা সেই ভাবেই মেনে চলবো,জানালেন মদন মিত্র|

Topics

Madan Mitra  BJP  TMC Administration Kolkata

 

Related Articles

Leave a Comment