কলকাতা টুডে ব্যুরো: শুক্রবার টাউনহলে পুরসভার অধিবেশন সম্পন্ন করা হয় ।নতুন বোর্ডের এটি দ্বিতীয় অধিবেশন ছিল। এই অধিবেশন সম্পন্ন করে মেয়র ফিরহাদ হাকিম সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানালেন,”নতুন কাউন্সিলরদের সব জানার জন্য শনিবার শেখানো হবে। ওয়ার্কসপ হবে। অতিন ঘোষ থাকবে । ফাইন্যান্স এর দেবব্রত। ড্রেনেজ এর তারক সিং। সব শেষে আমি। রাজ্য সরকারের পারমিশন নিয়ে সুব্রত মুখার্জি নামে রাস্তা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আরও পড়ুনঃ পদ্ম সম্মান প্রত্যাখ্যান করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য
বিপজ্জনক বাড়ি নিয়ে অ্যামেম্মেন্ট করতে বলেছি। পুলিশের সাহায্য। সার্টিফিকেট অফ রেসিডেন্ট দেওয়া হবে। বাড়ি ভেঙে দিলেও যাতে তার অধিকার দেওয়া থাকে। ”
পেনশনভোগীদের নিয়ে নোটিশ প্রসঙ্গে তিনি বলেন,”সম্পূর্ণ ভুল নোটিশ। কমিশনার জানিয়েছেন আমায়। পেনশন যারা পাওয়ার তারা পাচ্ছে। প্রসেস অনুযায়ী পাচ্ছে। ক্রাইসিস অফ ফান্ড এটা ঠিক। এরম কোনও নোটিশের অনুমোদন মিউনিসিপ্যাল কমিশনার দেয়নি। যে লাগিয়েছে তাকে খুঁজে ডিসিপ্লিন ভাঙার অ্যাকশান নেব। অনেক ধার থাকলেও পেনশন, মাইনে প্রায়োরিটি। এটায় আমরা হাত দেব না। এটা রেগুলার থেকে যা পাই সেখান থেকে দেব। একদিনও কারও ডিলে হবে না। 1000 কোটি টাকা ধার হয়েছে ,ফিনান্সিয়াল ডিসিপ্লিন আনছি।”
Topics
Firhad Hakim Mayor KMC Administration Kolkata