কলকাতা টুডে ব্যুরো:গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনার কবলে পড়েছেন ৩ হাজার ৮০৫ জন। এদিকে গত ২৪ ঘণ্টায় রাজ্যে ৬১,৮৮৩টি করোনার নমুনা পরীক্ষা হয়েছে। এদিকে এর আগে বৃহঃস্পতিবারের করোনা বুলেটিন বলছিল ২৭ জানুয়ারি রাজ্যে করোনার কবলে পড়েছিলেন ৩ হাজার ৬০৮ জন। বুধবার প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্যে অনেক কম নমুনা পরীক্ষা হয়েছিল পশ্চিমবঙ্গে। তার জেরে বৃহস্পতিবার রাজ্যের দৈনিক সংক্রমণ অনেকটাই কমে যায়।
আরও পড়ুনঃ পদ্ম সম্মান প্রত্যাখ্যান করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য
এদিন রাজ্যে মৃত্যু হয়েছে ৩৪ জনের। ৯ জনের মৃত্যু হয়েছে উত্তর ২৪ পরগনায়, ৮ জনের মৃত্যু হয়েছে কলকাতায়। রাজ্যে মোট মৃত্যু বেড়ে হয়েছে ২০,৫১৫। অন্যদিকে এখনও পর্যন্ত গোটা রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লক্ষ ৮৬ হাজার ৬৬৭।
পাশাপাশি শুক্রবার রাজ্যে সুস্থ হয়েছেন ১৩,৭৬৭ জন। সক্রিয় কেস মোটের উপর কমেছে ৯,৯৯৬টি। বর্তমানে রাজ্যে সক্রিয় করোনা কেস নেমেছে ৫০ হাজারের নীচে। মোট সংখ্যা দাঁড়িয়েছে ৪৫ হাজার ৭২৯। শুক্রবার রাজ্যে সুস্থতার হার বেড়ে হয়েছে ৯৬.৬৭ শতাংশ।
Topics
Bengal Covid19 Vaccine Health Kolkata