Home সংবাদবর্তমান আপডেট ‘বারবার বিরক্ত করছেন, তাই ট্যুইটারে ব্লক করেছি রাজ্যপালকে’, জানালেন মুখ্যমন্ত্রী

‘বারবার বিরক্ত করছেন, তাই ট্যুইটারে ব্লক করেছি রাজ্যপালকে’, জানালেন মুখ্যমন্ত্রী

by Kolkata Today

কলকাতা টুডে ব্যুরো:রাজ্যপাল জগদীপ ধনখড়কে টুইটার অ্যাকাউন্ট থেকে ব্লক করে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।”কখনও আমলা, কখনও অফিসারদের কখনও আমাকে রোজই রাজ্যপাল কাউকে না কাউকে খারাপ কথা বলছেন। অসাংবিধানিক কথা বলছেন। আমি দুঃখিত ক্ষমা চেয়ে নিয়ে বলছি, আজ আমি টুইটার অ্যাকাউন্ট থেকে ব্লক করে দিয়েছি রাজ্যপালকে”।

আরও পড়ুনঃ গত ২৪ ঘণ্টায় বাংলায় করোনায় আক্রান্ত ৩,৪২৭ জন

সোমবার সাংবাদিক সম্মেলনে এমনটাই বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এদিন তিনি বলেন, ‘বাধ্য হয়েছি ট্যুইটার অ্যাকাউন্ট থেকে রাজ্যপালকে ব্লক করতে। এরজন্য আমি ক্ষমা চাইছি, কিন্তু বারবার প্রধানমন্ত্রীকে বলেছি। নিজেকে কী ভাবেন রাজ্যপাল, সুপার পাহারাদারি রাজ্যপাল!”

আরও পড়ুনঃ UI

এই সাংবাদিক বৈঠকে রাজ্যপালের বিরুদ্ধে সরব হন মুখ্যমন্ত্রী ।তিনি অভিযোগ করেন,”সবাইকে ভয় দেখাচ্ছেন রাজ্যপাল, প্রত্যেকটা বিল আটকে দিয়েছেন রাজ্যপালের প্রশ্রয়ে বিজেপির গুন্ডারা লোক মারছে ৪টি চিঠি দিয়েছি প্রধানমন্ত্রীকে, কেন পদক্ষেপ করা হয়নি?আগামী দিনে সিদ্ধান্ত নেবেন সাধারণ মানুষ, বিধানসভা, সংসদ।
মা ক্যান্টিন নিয়ে প্রশ্ন তুলছেন, তাজ বেঙ্গল থেকে রোজ খাবার আসছে রাজভবনে!রাজ্যভবন থেকে পেগাসাস দিয়ে নজরদারি চালানো হচ্ছে।”

 

Topics

Governor Jagdeep Dhankhar Mamata Banerjee Administration  Kolkata

Related Articles

Leave a Comment