কলকাতা টুডে ব্যুরো: তৃণমূল কর্মীদের রাজ্যপালকে টুইটারে ‘ব্লক’ করতে বললেন কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র। এরই সঙ্গে রাজ্যপালকে সাদা হাতি বলেও কটাক্ষ করলেন তিনি।হুগলির আরামবাগের কৃষ্ণবাটিতে আদিবাসী কৃষ্টি ও সংস্কৃতি মেলায় যোগ দিয়ে মদন এই কথা বলেন।
সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, রাজ্যপাল জগদীপ ধনখড়কে টুইটারে ‘ব্লক’ করে দিয়েছেন তিনি। তারপরে দলীয় কর্মীদের নির্দেশ দেন মদন।মদন বলেন, ‘‘একটু আগে জানতে পারলাম, রাজ্যপালকে ব্লক করেছেন মমতা। যা রাজনীতির ইতিহাসে কখনও হয়নি, তা-ই করে দেখালেন বাংলার মুখ্যমন্ত্রী। তাই আপনাদেরও বলছি, আপনারাও রাজ্যপালকে টুইটারে ব্লক করুন।’’
রাজ্যপালের অপসারণের দাবি তুলে এর পরই মদন বলেন, ‘‘সাদা হাতি পোষা বন্ধ করুন। ওই টাকায় কয়েক লক্ষ” বেকার ছেলেমেয়ের চাকরি হতে পারে।’’
Topics
Madan Mitra BJP TMC Administration Kolkata