কলকাতা টুডে ব্যুরো:বসন্ত পঞ্চমী তিথিতেই সুরলোকের উদ্দেশে পাড়ি দিলেন সুরসম্রাজ্ঞী। গোটা বিশ্বজুড়ে অগণিত অনুরাগীদের কাছে তিনি ‘মানব-সরস্বতী’। দেশের সঙ্গীতদুনিয়ার কাছে পূজিতা হয়ে এসেছেন মানব-সরস্বতী-রূপে। রবিবার সকালে যখন লতা মঙ্গেশকরের প্রয়াণের খবর প্রকাশ্যে আস্তে শোক জ্ঞাপন করলেন বলিউডের তারকারা।
শোকজ্ঞাপন করে অভিনেতা অক্ষয় কুমার লেখেন, মেরি আওয়াজ মেরি পেহেচান হ্যায়, ঘর ইয়াদ রহে… এই কণ্ঠস্বর কীভাবে কেউ ভূলে যেতে পারে! গভীরভাবে শোকাহত লতা
মঙ্গেশকরের মৃত্যুর খবর সামনে আসায়, তাঁর আত্মার শান্তি কামনা করি, ওম শান্তি।
Meri Awaaz Hi Pehchaan Hain, Gar Yaad Rahe…and how can one forget such a voice!
Deeply saddened by the passing away of Lata Mangeshkar ji, my sincere condolences and prayers. Om Shanti 🙏🏻— Akshay Kumar (@akshaykumar) February 6, 2022
শোকজ্ঞাপন করে হেমা মালিনি লেখেন, লেজেন্ডি যিনি আমাদের বিখ্যাত গানের সম্ভার দিয়েছেন, তিনি ভারতের নাইটেঙ্গেল লতা মঙ্গেশকর, এটা আমার ব্যক্তিগত ক্ষতি।
Feb 6 is a dark day for us – the legend who has given us a treasure trove of lilting songs, the Nightingale of India, Lataji, has left us to continue her divine music in heaven🙏 It is a personal loss for me as our affection & admiration for each other was mutual❤️ pic.twitter.com/zTUjlw9D7y
— Hema Malini (@dreamgirlhema) February 6, 2022
শাবানা আজমি শোকজ্ঞাপন কর জানান, লতাজি… আমাদের জাতীয় সম্পদ চলে গেলেন, তাঁর কণ্ঠ আমাদের জীবনের অন্ধকার ঘোচায়। আমাদের অবসাদে শক্তি জোগায়, ধন্যবাদ লতাজি।
Lataji ..our national treasure no more ..her voice lit up our lives , gave us solace when we were sad , gave strength when we were low..Thank you Lataji and RIP🙏🙏🙏 pic.twitter.com/Z2yLedcNdw
— Azmi Shabana (@AzmiShabana) February 6, 2022
ভালোবাসা শ্রদ্ধা ও প্রার্থনা, সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ছবি শেয়ার করে লিখলেন এ আর রহমান, শ্রদ্ধা জানালেন লতা মঙ্গেশকরকে।
Love, respect and prayers 🌹 @mangeshkarlata pic.twitter.com/PpJb1AdUdc
— A.R.Rahman (@arrahman) February 6, 2022
অজয় দেবগণ শ্রদ্ধাজ্ঞাপন করে জানান, সারা জীবনের এক আইডল, তাঁর গান সারা জীবন আগলে রাখব, আমরা কত ভাগ্যবান যে তাঁর গান আমরা পেয়েছি। ওম শান্তি, তাঁর পরিবারের প্রতি শোকজ্ঞাপন।
An icon forever. I will always savour the legacy of her songs. How fortunate were we to have grown up listening to Lataji’s songs. Om Shanti. My deepest condolences to the Mangeshkar family🙏
— Ajay Devgn (@ajaydevgn) February 6, 2022
কোকিলকণ্ঠীর মৃত্যুতে শোকজ্ঞাপন করলেন বলিউডের ‘শাহেনশাহ’ অমিতাভ বচ্চন।নিজের ব্লগে সুর-সম্রাজ্ঞীর প্রয়াণের খবরে অমিতাভ লেখেন, “তিনি আমাদের ছেড়ে চলে গেলেন….সহস্র শতাব্দীর সেরা স্বর আমাদের ছেড়ে চলে গেলেন। তাঁর আওয়াজ এখন ধ্বনিত হবে স্বর্গে।’ বক্তব্যের শেষে ৭৯ বছর বয়সী তারকার সংযোজন, ‘শান্তি এবং নীরবতার জন্য প্রার্থনা রইল।”
সালমান খান লিখেছেন, ‘ভারতের নাইটিঙ্গেলকে সবাই মিস করবে। কিন্তু তার কণ্ঠ সবসময় থাকবে সবার স্মৃতিতে।’
অভিনেত্রী মাধুরী দীক্ষিত লিখেছেন, ‘লতা তাইয়ের স্মৃতি সবসময় আমাদের সাথে থাকবে।’
সঞ্জয় দত্ত টুইটে লিখলেন, ‘একজন কিংবদন্তীকে হারিয়ে ফেললাম আমরা। লতা মঙ্গেশকরজি আপনার গান, ব্যক্তিত্ব, সবই আজীবন রয়ে যাবে। তার পরিবারের প্রতি সমবেদনা।’
করণ জোহরের লিখেছেন, ‘আজ স্বর্গলোক প্রকৃত অর্থেই এক সুরের পরীকে পেয়েছে। শৈশবে লতাজির গান শুনে বড় হয়েছি, আজ তার মৃত্যুতে শ্রদ্ধাজ্ঞাপন করতে গিয়ে বলব, এমন সুমধুর কণ্ঠে দেশকে গর্বিত করার জন্য অসংখ্য ধন্যবাদ।
জুহি চাওলার টুইট করেছেন, ‘আমি ভাষা হারিয়ে ফেলেছি। কোকিলকণ্ঠী কিংবদন্তী শিল্পী আর আমাদের মধ্যে নেই। মেনে নিতে কষ্ট হচ্ছে।’
রণবীর সিং, লতার একটি ছবি শেয়ার করেছেন। আনুশকা শর্মা লিখেছেন, ‘ঈশ্বর সমধুর কণ্ঠের মধ্য দিয়ে বার্তা পাঠান। আজ ভারতের দুঃখের দিন। নাইটিংগেল চিরতরে বিদায় নিলেন আজ। লতাজির কণ্ঠের জন্যই উনি চিরস্মরণীয় হয়ে থাকবেন।’
ফারাহ খান লিখেছেন, ‘কিংবদন্তীর মৃত্যু নেই।’
লতার গাওয়া অন্যতম সেরা গান- ‘নাম গুম জায়েগা, চেহেরা ইয়ে বদল জায়েগা… মেরি আওয়াজ হি পেহেচান হ্যায়…’ উল্লেখ করে শ্রদ্ধাজ্ঞাপন করলেন তুষার কাপুর।
কিংবদন্তি সঙ্গীতশিল্পী কুমার শানু ফেইসবুকে লিখেছেন, ‘লতা দিদি মারা গেছেন শুনে আমরা গভীরভাবে শোকাহত! কোনো ভাষা নেই! তিনি আমার এবং সমস্ত গায়কদের জন্য মা সরস্বতী ছিলেন। তিনি মিউজিক ইন্ডাস্ট্রির জন্য একটি আশীর্বাদ ছিলেন। সৃষ্টিকর্তা তার আত্মাকে শান্তি প্রদান করুক। ওম শান্তি!’
Topics
Lata Mangeshkar Singer Bollywood Celebrity Entertainment Kolkata