কলকাতা টুডে ব্যুরো:রাজ্য সরকারের বিজ্ঞপ্তি অনুযায়ী রিজেন্ট পার্ক এলাকায় পাড়ায় পাঠশালা কর্মসূচিতে অংশগ্রহণ করল দ্য ফিউচার ফাউন্ডেশন স্কুল।
করোনা পরিস্থিতির জন্য ছাত্ররা অনলাইন ক্লাস করলেও তাদের স্কুলে আসা এবং পড়াশুনার অভ্যেসটা অনেকটাই বদলে গেছে। আর স্কুলে আসার বা পড়াশোনা করার অভ্যাস ফিরিয়ে আনতে এবং বাচচাদের পড়াশুনায় যাতে কোনো রকম প্রভাব না পড়ে সেই কারণে রাজ্য সরকার পাড়ায় পাঠশালা শুরু করেছে। আর এই কর্মসূচিকে সাধুবাদ জানিয়ে বিভিন্ন স্কুল তারা পাড়ায় পাঠশালা কর্মসূচিতে আজ অংশগ্রহণ করেছে।
সেরকমই রিজেন্ট পার্ক এলাকার দ্য ফিউচার ফাউন্ডেশন স্কুলের তরফ থেকে এই পাড়ায় পাঠশালা কর্মসূচিতে অংশগ্রহণ করা হলো। প্রধান শিক্ষকের বক্তব্য বাচ্চারা পড়াশোনা থেকে অনেকটাই দূরে সরে যাচ্ছিল অনলাইন ক্লাস হলেও স্কুলে আসার অভ্যাসটা তাদের একদমই চলে গেছে এইবার পারায় পাঠশালার কারণে বাচ্চারা আবার বন্ধু-বান্ধবদের সাথে মেলামেশা করতে এবং পড়াশোনা করতে আগ্রহী হবে এবং তারা পুরনো অভ্যাস ফিরে পাবে।
Topics
Schools Students Education Administration Kolkata