Home ভিডিও ‘আসন্ন নির্বাচনে কেন্দ্রীয় বাহিনীর প্রয়োজন রয়েছে,’ বললেন বিজেপি নেতা শিশির বাজোরিয়া

‘আসন্ন নির্বাচনে কেন্দ্রীয় বাহিনীর প্রয়োজন রয়েছে,’ বললেন বিজেপি নেতা শিশির বাজোরিয়া

by Kolkata Today

কলকাতা টুডে ব্যুরো:বিজেপি কর্মীদের মারধর করার অভিযোগ ও বিজেপি পার্টি অফিসও ভেঙে দেওয়ার অভিযোগ নিয়ে রাজ্য নির্বাচন কমিশনের দায়িত্ব হল বিজেপির প্রতিনিধি দল।মঙ্গলবার রাজ্য পুলিশের বিরুদ্ধেও মারাত্মক অভিযোগ করলেন বিজেপি নেতা শিশির বাজোরিয়া।


এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বললেন,”তিনি বলেন, পুলিশ শাসকদলের দলদাসে পরিণত হয়েছে। প্রার্থীদের হুমকি দেওয়া হচ্ছে। এমনকি কিছু জায়গার পুলিশ আধিকারিকরা নিজে যাচ্ছেন ডোর-টু-ডোর। আমাদের প্রার্থী এবং এজেন্টদের ভয় দেখানো হচ্ছে।এই অবস্থায় কেন্দ্রীয় বাহিনীর প্রয়োজন রয়েছে।”শিশির বাজোরিয়া বলেন, ভোটারদের আত্মবিশ্বাসটা বাড়ানোর প্রয়োজন রয়েছে। না হলে কখনও নিরপেক্ষ ভোট হওয়া সম্ভব নয় বলেও মনে করেন তিনি।

অন্যদিকে ১০৮ পুরসভায় কেন্দ্রীয় বাহিনী দাবি করে কলকাতা হাইকোর্টে একটি মামলা দায়ের হয়েছে। সেই মামলায় কেন্দ্রীয় বাহিনী নিয়ে রাজ্য নির্বাচন কমিশনের কাছে বিস্তারিত ব্যাখ্যা তলব করা হয়েছে। একই সঙ্গে রাজ্য সরকারের কাছেও বক্তব্য চেয়েছে কলকাতা হাইকোর্ট। প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব ও বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চে সম্প্রতি মামলার শুনানি হয়। আর তা শেষে দু’‌পক্ষের কাছেই হলফনামা তলব করা হয়েছে। একই সঙ্গে কেন্দ্রকেও এই মামলায় যুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে।

Topics

SEO BJP TMC Administration Kolkata

Related Articles