কলকাতা টুডে ব্যুরো: এসএসসি-রচতুর্থ শ্রেণির ৫৭৩ জন কর্মীর নিয়োগ বাতিল করল আদালত। এমনকী, তাঁদের নিয়োগের জন্য সরকারের যত টাকা খরচ হয়েছে, সেই টাকাও ওই কর্মীদের কাছ থেকে পুনরুদ্ধার করা হবে। বুধবার এমনই নির্দেশ দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিঙ্গল বেঞ্চ।
এদিন কর্মীদের বরখাস্তের পাশাপাশি আদালত আরও জানায়, এতদিন পর্যন্ত ওই বরখাস্ত কর্মীদের প্রতিমাসে যা বেতন দেওয়া হয়েছে, তা পুনরুদ্ধার করতে হবে। আর এই কাজের দায়িত্ব পড়েছে জেলা স্কুল পর্যবেক্ষকদের ওপর। একইসঙ্গে এই মামলায় আদালতের ডিভিশন বেঞ্চ যে কমিটি গঠন করেছিল, সেই কমিটিকেও আগামী পাঁচ দিনের মধ্যে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে।
এই মামলার শুরুতেই অভিযোগকারীরা জানিয়েছিলেন, গ্রুপ-ডি নিয়োগের মামলায় দুর্নীতি করা হচ্ছে। পাশাপাশি দুর্নীতি করে প্রায় ২৫ জনকে নিয়োগ করা হয়। এরপর নথি খতিয়ে ও তদন্তের ভিত্তিতে ওই অভিযুক্ত কর্মীদের বেতন বন্ধেরও নির্দেশ দেয় আদালত। এরপরে আরও ৫০০-রও বেশি কর্মীদের অভিযোগের ভিত্তিতে বেতন বন্ধের নির্দেশ দেয় আদালত।
Topics
High Court SSC Employment Administration Kolkata