Home ব্যবসা রাজ্যে বিনিয়োগ! আদানির সঙ্গে নবান্নে বৈঠকে মমতা

রাজ্যে বিনিয়োগ! আদানির সঙ্গে নবান্নে বৈঠকে মমতা

by Kolkata Today

কলকাতা টুডে ব্যুরো:বৃহস্পতিবার নবান্নে আসেন গৌতম আদানির ছেলে করণ আদানি। আর সেখানেই ঘন্টাখানেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকে করণ। যা রাজ্যের ক্ষেত্রে যথেষ্ট গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

তাজপুরে রাজ্য সরকার যে বন্দর তৈরি করবে, তাতে বিনিয়োগে আদানিরা আগ্রহী বলে সূত্রের খবর। সম্ভবত সেই সংক্রান্ত আলোচনা করতেই মমতার সঙ্গে বৈঠকে বসেন আদানি গ্রুপের অন্যতম কর্ণধার। বৈঠকে ছিলেন রাজ্যে মুখ্যসচিব হরেকৃষ্ণ দ্বিবেদীও। তাজপুরে তৈরি হবে গভীর সমুদ্র বন্দর। আর সেই নির্মাণের জন্য দরপত্র চেয়ে পশ্চিমবঙ্গ শিল্পোন্নয়ন নিগম আগেই বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

 

এই প্রকল্পে প্রত্যক্ষ ভাবে ১০ হাজার মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। বন্দর নির্মাণের দরপত্র চেয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল পশ্চিমবঙ্গ শিল্পোন্নয়ন নিগম। আগ্রহ দেখানো ১০টি সংস্থার মধ্যে থেকে চারটিকে বেছে নিয়েছে রাজ্য। যেগুলোর মধ্যে রয়েছে আদানি শিল্পগোষ্ঠী। ইতিমধ্যেই প্রস্তাবিত গভীর সমুদ্রবন্দর তৈরির সেই কাজ পরিদর্শন করে গিয়েছেন গোষ্ঠীর কর্মকর্তারা।

Topics

Mamata Banerjee CM Adani Administration Kolkata

Related Articles