কলকাতা টুডে ব্যুরো:এবার পালা প্রাথমিক স্কুলের ।আগামী দিনে ৫০% উপস্থিতির হার নিয়ে প্রাথমিক ক্লাস শুরু করার পরিকল্পনা রয়েছে রাজ্য সরকারের ।নেতাজি ইন্ডোর একটি সরকারি অনুষ্ঠানে উপস্থিত হয়ে একথার ঘোষণা করলেন খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।তিনি বলেন,“স্কুলগুলি চালু হয়েছে। পঞ্চম থেকে সপ্তম শ্রেণি পাড়ায় পাড়ায় শিক্ষালয় তৈরি করে ক্লাস নেওয়া হচ্ছে। পাড়ায় পাড়ায় ক্লাস চলছে। আর একেবারে ছোটদেরটা আর কয়েকটা দিন অপেক্ষা করে। যদি কোভিডটা একেবারেই সমস্যার কারণ না হয় খোলা হবে। কারণ আবার কী একটা আসবে বলছে। সেটার দিকে লক্ষ্য রাখতে হবে। সেটা যদি না হয় তা হলে অন্তত ছোট ক্লাস যেগুলো।”
আরও পড়ুনঃ ‘সাধারণ মানুষের জন্য এই বাজেট শূন্য,’ টুইট মমতা বন্দ্যোপাধ্যায়ের
মুখ্যমন্ত্রী আরও বলেন”৫০ শতাংশ পড়ুয়া নিয়ে ক্লাস করানো যায় কি না স্কুল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে দেখতে হবে। অর্ধেক অর্ধেক করে ভাগাভাগি করে স্কুল করলে সোমবার যারা আসবে, মঙ্গলবার তারা আসবে না। আবার মঙ্গলবার যারা আসবে বুধবার তারা আসবে না। এভাবে হলে প্রাথমিকের ক্লাসগুলো অন্তত চলতে পারে।”
আরও পড়ুনঃ উদ্বাস্তুদের জমির পাট্টা বিলি করলেন মমতা, ভোটের বিধিভঙ্গের অভিযোগ তুললেন শুভেন্দু
পশ্চিমবঙ্গের কোভিড সংক্রমণ কমতেই ফের খুলে গিয়েছে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের দরজা। সরস্বতী পুজোর আগেই রাজ্য জুড়ে ফের পড়ুয়ারা ফিরেছে স্কুল, কলেজে। সরকারি নির্দেশ অনুযায়ী অষ্টম থেকে দ্বাদশ শ্রেণীর পড়ুয়ারা স্কুলে যেতে পারছে। সরকারি, বেসরকারি স্কুল সেই নির্দেশ মেনেই স্কুল খুলেছে। তবে নিচু ক্লাসের পড়ুয়াদের জন্য এখনই স্কুল না খুললেও চালু হচ্ছে পাড়ায় শিক্ষালয়। পঞ্চম থেকে সপ্তম শ্রেণী পর্যন্ত পাড়ায় শিক্ষালয়েই চলছে ক্লাস।
আরও পড়ুনঃ রাজ্যে বিনিয়োগ! আদানির সঙ্গে নবান্নে বৈঠকে মমতা
প্রসঙ্গত, বুধবারই রাজ্য সরকারকে দ্রুত স্কুল খোলার পরামর্শ দিয়েছিলেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিত্ বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের । তিনি বলেন, ”এখনই স্কুল খুলে দেওয়া হোক। শিক্ষকদের সিলেবাস নিয়ে না ভাবার পরামর্শ। শিশুদের খামতি দেখে আগে সেটা মেটানো দরকার। স্কুলে না দিয়ে অনভ্যাস তৈরি হচ্ছে।”
Topics
Mamata Banerjee CM Schools Administration Kolkata