কলকাতা টুডে ব্যুরো:প্রয়াত বিখ্যাত সঙ্গীতশিল্পী তথা সুরকার বাপ্পি লাহিড়ি । মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৯ বছর। এদিন সকালে মুম্বইয়ের একটি হাসপাতালে তাঁর মৃত্যু হয়। গত বছরই এপ্রিল মাসে তিনি করোনা আক্রান্ত হয়েছিলেন।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায় শোকপ্রকাশ করে জানিয়েছেন, ‘কিংবদন্তি গায়ক এবং সুরকার বাপ্পি লাহিড়ির অকাল প্রয়াণের খবর শুনে আমি মর্মাহত। আমাদের উত্তরবঙ্গের একটি ছেলে, সে তাঁর নিখুঁত প্রতিভা কঠোর প্ররিশ্রমের দ্বারা সর্বভারতীয় খ্যাতি এং সাফল্য অর্জন করেছিলেন। ভারতীয় সঙ্গীতে তাঁর অবদানে আমরা গর্বিত। আমরা বাপ্পি লাহিড়িকে বঙ্গবিভূষণ রাজ্যের সর্বোচ্চ সিভিলিয়ন অ্যাওয়ার্ড দিয়েছি। তাঁর প্রতিভা চিরস্মরণীয় হয়ে থাকবে। সঙ্গীত শিল্পী বাপ্পি লাহিড়ির মৃত্য়ুতে সমবেদনা জানাই।’
বিখ্যাত সঙ্গীত শিল্পী বাপ্পি লাহিড়ির মৃত্যুকালীন তাঁর বয়স হয়েছিল ৬৯ বছর। মুম্বইয়ের একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। গত এক মাস হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন শিল্পী। সোমবার হাসপাতালের তরফে থেকে ছুটি দেওয়া হয়েছিল শিল্পীকে। কিন্তু ফের ছন্দপতন ঘটে। মঙ্গলবার ফের বাপ্পি লাহিড়ির শারীরিক অবস্থার অবনতি হয় । শিল্পীর পরিবারের তরফ থেকে চিকিৎসককে বাড়িতেই ডেকে পাঠানো হয়। এরপর চিকিৎসকের পরামর্শ তড়ি ঘড়ি ফের তাঁকে হাসপাতালে ভর্তি করে লাহিড়ি পরিবার। বাপ্পি লাহিড়ি একাধিক অঙ্গপ্রত্যঙ্গের সমস্যা থাকায় দ্রুত চিকিৎসা শুরু করেন চিকিৎসকের দল। তবে শেষ রক্ষা হয়নি। অবস্ট্রাক্টিভ স্লিপ অ্যাপনিয়ার জেরে গভীর রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বাপ্পি লাহিড়ি।
Topics
Bappi Lahiri Music Director Singer Bollywood Celebrity Entertainment Kolkata