Home সংবাদসিটি টকস আনিসকাণ্ডে সিবিআই তদন্ত নিয়ে হুমকি-ফোনের অভিযোগ নিয়ে পুলিশের দ্বারস্থ পরিবার

আনিসকাণ্ডে সিবিআই তদন্ত নিয়ে হুমকি-ফোনের অভিযোগ নিয়ে পুলিশের দ্বারস্থ পরিবার

by Kolkata Today

কলকাতা টুডে ব্যুরো:আনিসকাণ্ডে সিবিআই তদন্ত নিয়ে হুমকি-ফোনের অভিযোগের প্রেক্ষিতে পুলিশের দ্বারস্থ আনিসের পরিবার। এই মর্মে আমতা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন আনিসের দাদা সাবির খান।

আনিসের পরিবারের অভিযোগ, মঙ্গলবার রাত ১টা ৪ মিনিটে অচেনা নম্বর থেকে ফোন আসে। হুমকি দেওয়া হয়, সিবিআই তদন্ত চাইলে সবাইকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়া হবে। আনিসের পরিবারের দাবি, এরপর বৃহস্পতিবার থানায় বসে থাকাকালীন ক্ষমা চেয়ে ফোন আসে। বলা হয়, ভুল করে ফোন করে ফেলেছি।

আরও পড়ুন ঃ গ্রামবাসীদের বিক্ষোভের জেরে আনিসের দেহ না তুলেই ফিরতে হল আধিকারিকদের

দুটি নম্বরই পুলিশকে দেওয়া হয়েছে। পুলিশ সূত্রে খবর, ভয়েস ওভার ইন্টারনেট প্রোটোকল অর্থাৎ ভিওআইপি-র মাধ্যমে ফোন করা হয়েছিল।  ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।

 

 

 

Related Articles