Home ভিডিও ‘যেভাবের রাজ্য চলছে, তাতে আমি ব্যথিত,’ মন্তব্য রাজ্যপাল জগদীপ ধনখড়ের

‘যেভাবের রাজ্য চলছে, তাতে আমি ব্যথিত,’ মন্তব্য রাজ্যপাল জগদীপ ধনখড়ের

by Soumadeep Bagchi

কলকাতা টুডে ব্যুরো:বিজেপি নেতা তথাগত রায়ের আমন্ত্রণে মধ্যাহ্নভোজে যোগ দিয়ে রাজ্য সরকারের কর্মপদ্ধতি নিয়ে তোপ দেগেছেন রাজ্যপাল। তাঁর বক্তব্য, ‘যেভাবের রাজ্য চলছে, তাতে আমি ব্যথিত। নিজের সাংবিধানবিক অধিকার রক্ষা করা প্রয়োজন বলে মনে করি। এই কর্তব্য করেই যাব।’

মঙ্গলবার তাঁর অভিযোগ, টানা ২ বছর ধরে কোনও তথ্য দিচ্ছেন না মুখ্যমন্ত্রী। সংবিধানই মানছেন না তিনি। জগদীপ ধনখড় বলেন, ‘মুখ্যমন্ত্রীর সাংবিধানিক দায়িত্ব হল রাজ্যপালকে প্রয়োজনীয় তথ্য দেওয়া। গত ২ বছর তা দেওয়া হচ্ছে না। আমার দেখার দায়িত্ব, রাজ্য সরকার যেন সাংবিধানিক পরিধির মধ্যে থাকে। আশাকরি আমার কথা শোনা হবে।’

রাজ্যের পরিস্থিতি নিয়েও মিডিয়ার সমালোচনা করেন রাজ্যপাল জগদীপ ধনখড়। তিনি বলেন,’আঘাত পাইনি। উদ্বিগ্ন নই। আমি অবাক যে রাজ্যের এরকম একটা সাংবাদিকদের দল রাজ্যের বাস্তব পরিস্থিতি তুলে ধরতে পারছে না। আপনাদের চোখের সামনে গণতান্ত্রিক মূল্যবোধ নেমে যাচ্ছে। মানবাধিকার হরণ হচ্ছে। মানুষের মনে এতটা ভয় যে তারা কথা বলতে পারছে না। আপনাদের সবার এটা ভেবে দেখা উচিত।’

Topics

Governor Jagdeep Dhankhar BJP TMC Administration Kolkata

Related Articles