Home সংবাদবর্তমান আপডেট ATC-র নির্দেশেই মুখ্যমন্ত্রীর বিমানে ‘ডিসেন্ড’, দাবি  জাগো বাংলায়

ATC-র নির্দেশেই মুখ্যমন্ত্রীর বিমানে ‘ডিসেন্ড’, দাবি  জাগো বাংলায়

by Soumadeep Bagchi

কলকাতা টুডে ব্যুরো:শুক্রবার সাত হাজার ফুট উপর দিয়ে ওড়ার সময়ে আবহাওয়া খারাপ হয় এবং ATC-র নির্দেশেই পাইলত বিমানটিকে তিন হাজার ফুট উচ্চতায় নামিয়ে নিয়ে আসেন। খারাপ আবহাওয়ার জন্যই মুখ্যমন্ত্রীর বিমানে ‘ডিসেন্ড’। এমনটাই দাবি করা হয়েছে তৃণমূলের মুখপত্র জাগো বাংলায়।

মুখ্যমন্ত্রীর বিমান কেন এই বিভ্রাটে পরেছিল সেই বিষয়ে তদন্ত শুরু করেছে ATC এবং রাজ্য পুলিস। ওই বিমানের পাইলট এবং কো-পাইলটকে ডেকে পাঠায় ATC।

 

সেখানেই পাইলট তার রিপোর্ট দেন। সেই রিপোর্ট জাগো বাংলায় প্রকাশ করা হয়েছে। রিপোর্টে বলা হয়েছে যখন বিমানটি ফিরছিল তখন হঠাতই খারাপ আবহাওয়ার জন্য এয়ার পকেটে পরে বিমানটি। এরপরেই পাইলট সঙ্গে সঙ্গে কথা বলেন ATC-র সঙ্গে। তাদের নির্দেশেই নিচে নামিয়ে আনা হয় বিমানটি।

Topics

Mamata Banerjee ATC BJP TMC Kolkata

Related Articles