কলকাতা টুডে ব্যুরো:৮ ই মার্চ নারী দিবস উপলক্ষে কলকাতা পুলিশের সদর দফতর লালবাজার থেকে দুটি বিশেষ ট্যাবলো উদ্বোধন করলেন কলকাতা পুলিশের নগরপাল বিনীত কুমার গোয়েল। তেজস্বিনী নামে বিশেষ অনুষ্ঠান করা হয় লালবাজারে। একটি ট্যাবলো উত্তর কলকাতার একটি ট্যাবলো দক্ষিণ কলকাতা জুড়ে ঘুরবে। এর পাশাপাশি শহর জুড়ে পথনাটিকার আয়োজন করেছে কলকাতা পুলিশ।যেখানে মহিলাদের আত্মরক্ষার টিপস দেওয়া হবে।
এদিন এই অনুষ্ঠানে নগরপাল জানান,”100 ডায়াল এ আরও দ্রুত কাজ করা হবে বলে জানালেন পুলিশ কমিশনার বিনীত কুমার গোয়েল। বন্ধু অ্যাপের মাধ্যমে প্যানিক বোতামে প্রেস করলেই 100 ডাউয়ালের সঙ্গে পুলিশ এর সঙ্গে যোগাযোগ করতে পারবে মহিলারা। উইনার্স বাহিনী সারা রাত টহল দেয় রাতের শহরে। 60 টি পিসিআর ভ্যান রয়েছে। রাতের শহরে মহিলা সুরক্ষার জন্য। মহিলাদের অভিযোগ থাকলে যে থানাতেই আসে সেখান থেকে আরো দ্রুত পদক্ষেপ নেওয়া হবে বলে জানালেন পুলিশ কমিশনার।
আলিপুরে মডেল কিয়স্ক করা হয়েছে যেখানে সরাসরি মহিলারা তাদের অভিযোগ জানতে পারবে।
সাইবার ক্রাইমের এর অভিযোগ হলেও দ্রুত নিষ্পত্তি করা হবে বলেই মন্তব্য কমিশনার বিনীত কুমার গোয়লের।
Topics
International Women’s Day Celebration Empowerment Administration Kolkata