কলকাতা টূডে ব্যুরো:গোয়ায় ৪০ টি আসনের মধ্যে বিজেপির দখলে এসেছে ২০ টি আসন। অন্যদিকে, কংগ্রেস ১২ টি, তৃণমূলের জোট সঙ্গী পেয়েছে দুটি এবং আপ দুটি আসনে জয়ী হয়েছে। আবারও সেখানে বিজেপি সরকার গড়তে চলেছে।
ভোটের ফলাফলের পরেই এদিন গোয়ার তৃণমূলের টুইটার হ্যান্ডেল ‘এআইটিসি ফর গোয়া’তে তৃণমূলের পক্ষ থেকে পোস্ট করে জানানো হয়, ‘আমরা গোয়ার মানুষের জনমত মাথা পেতে নিচ্ছি। প্রত্যেকটা গোয়াবাসীর বিশ্বাস এবং ভালবাসা অর্জনের জন্য আমরা আরও কঠোর পরিশ্রম করব। তাতে যতই সময় লাগুক না কেন আমরা এখানে থেকে মানুষের সেবা করে যাব।’
তৃণমূল গোয়াতে কোনও ফ্যাক্টর হবেনা সে কথা আগেই বলে দিয়েছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি দিলীপ ঘোষ। এরপর ঘাটালের দলীয় সংগঠনের কর্মী সম্মেলনে যোগ দিতে গিয়েও গোয়া ভোট নিয়ে তৃণমূলকে আক্রমণ করেছিলেন দিলীপ ঘোষ।
We accept this mandate with all humility. We commit ourselves to work harder to earn the trust and love of every Goenkar. No matter how long it takes, we will be here and we will continue to serve the people of Goa.
— AITC Goa (@AITC4Goa) March 10, 2022
Topics
Goa Assembly Election BJP TMC Administration Kolkata