কলকাতা টুডে ব্যুরো:রাজ্যের বাজেট নিয়ে প্রতিক্রিয়া দিলেন রাজ্যের বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী |তিনি বলেন ,”কেন্দ্রীয় সরকারের সমস্ত জনমুখী প্রকল্পের নাম পরিবর্তন করে রাজ্যের বাজেটে নিজেদের প্রকল্প বলে চালানোর অপচেষ্টা হয়েছে। শিল্প ও কর্ম সংস্থানের কোনো দিশা নেই এই বাজেটে। বেকারত্ব, DA, চুক্তিভিত্তিক কর্মীদের বিষয়ে কোন শব্দ খরচ করা হয় নি। রাজ্যের ওপর ঋণের বোঝা বেড়েই চলেছে, সেই পরিস্থিতির মোকাবিলা কি ভাবে হবে, কেমন করে রাজ্য কে দেউলিয়া হওয়া থেকে আটকানো যাবে, তেমন কোনো উল্লেখ নেই এই বাজেটে।
আমরা বিজেপি পরিষদীয় দল এর তীব্র প্রতিবাদ করছি। পশ্চিমবঙ্গ সরকারের এই দেউলিয়াপনা ও পরিকল্পনাহীনতা পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের জানা দরকার। কেন্দ্রীয় সরকারের জনমুখী প্রকল্পের নাম পরিবর্তন ছাড়া এই বাজেটে একটা কোনো বাক্য নেই যা দিয়ে মানুষের কল্যান হবে, তাই আমরা বিজেপি পরিষদীয় দলের সদস্যগণ, বাজেট অধিবেশন বয়কট করে বিধানসভা প্রাঙ্গণে শান্তিপূর্ণ প্রতিবাদ জানালাম।”
Topics
Suvendu Adhikary Budget BJP TMC Administration Kolkata