কলকাতা টুডে ব্যুরো:২০২১ সালের ২ মে রাজ্যে বিধানসভা নির্বাচনের লড়াইয়ে বিরাট জয় পেয়ে পশ্চিমবঙ্গে তৃতীয় বার ক্ষমতায় এসেছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার সেই জয়ের বর্ষপূর্তিতে পর পর টুইট করে রাজ্যের মানুষকে ধন্যবাদ জানালেন তৃণমূল নেত্রী। সঙ্গে জয়ের এই দিনটিকে ‘মা-মাটি-মানুষ দিবস’ হিসেবে অভিহিত করার দাবি জানালেন।
তিনি লিখেছেন, ”গতবছর এই দিনে দেশের কর্তাব্যক্তিদের আস্ফালনের বিরুদ্ধে বাংলার মা- মাটি- মানুষ তাঁদের অদম্য সাহসের পরিচয় রেখেছিলেন। সেজন্য আমি তাঁদের কাছে কৃতজ্ঞ। মা- মাটি-মানুষ সেদিন সারা পৃথিবীকে দেখিয়েছিলেন যে, গণতন্ত্রে মানুষের শক্তির চেয়ে বড় কোন শক্তি নেই। প্রকৃত জাতি-নির্মাণে আমাদের প্রয়াস জারি রাখতে হবে, কারণ অনেক যুদ্ধ লড়তে ও জিততে হবে।”
আরও পড়ুনঃ বলিউড আপডেট একনজরে
এখানেই শেষ নয়, তৃণমূল নেত্রীর সংযোজন, ”আজকের দিনটি আমি মা-মাটি-মানুষের কাছে উৎসর্গ করলাম এবং সকলের কাছে আমার আহ্বান, আজ থেকে এই দিনটি ‘মা-মাটি-মানুষ দিবস’ বলে অভিহিত হোক। জয় হিন্দ, জয় বাংলা।”