কলকাতা টুডে ব্যুরো:কাশীপুরে বিজেপি কর্মী খুনের ঘটনায় চাঞ্চল্য। স্থগিত অমিত শাহের স্বাগতম কর্মসূচি। নিহত বিজেপি কর্মী অর্জুন চৌরাসিয়ার বাড়িতে যান অমিত শাহ।বিজেপি যুব মোর্চার নেতা অর্জুন চৌরাসিয়ার রহস্যমৃত্যুর ঘটনায় রাজ্যের কাছে রিপোর্ট তলব করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। কাশীপুরে মৃতের পরিবারের সঙ্গে সাক্ষাতের পর জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। “বিজেপির নেতা অর্জুন চৌরাশিয়াকে রাজনৈতিক উদ্দেশ্যে হত্যা করা হয়েছে। গোটা বাংলার যেখানেই যান, রাজনৈতিক প্রতিশোধে হত্যা চলছে। বিরোধী নেতাদের বেছে বেছে খুন করা হচ্ছে। বিজেপি এই রাজনৈতিক হত্যার তীব্র নিন্দা করছে। অর্জুনের খুনির কড়া শাস্তি সুনিশ্চিত করব।” মন্তব্য অমিত শাহর।
শুক্রবার সকালে টালা ব্রিজ সংলগ্ন কাশীপুর রেল কলোনির বাসিন্দা অর্জুন চৌরাশিয়ার ঝুলন্ত দেহ উদ্ধার হয়। পুরনো রেল কোয়ার্টার থেকে যুবকের দেহ পাওয়া যায়। সেই সময় তাঁর পা মাটিতে ঠেকেছিল। তাই অর্জুন যে আত্মহত্যা করেননি, সে বিষয়ে নিশ্চিত প্রায় সকলেই। সক্রিয় বিজেপি কর্মী ছিলেন অর্জুন। তাই তাঁর মৃত্যুতে স্বাভাবিকভাবেই লেগেছে রাজনীতির রং। খুনের অভিযোগ তুলে দফায় দফায় বিক্ষোভে শামিল হয় বিজেপি। ঘটনাস্থলে যাচ্ছেন খোদ অমিত শাহ।পালটা পথে নামে তৃণমূল। ঘটনার জন্য বিজেপিকেই তোপ দাগেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। টুইটারে লেখেন, “তান্ত্রিকদের নরবলির মতো।” কাশীপুরে হাতাহাতিতেও জড়ায় তৃণমূল-বিজেপি। পরিবারের সদস্যরা এদিন বলেন অর্জুন কোন ঝামেলা সঙ্গে যুক্ত ছিলেন না এই ঘটনা কিভাবে ঘটল তা তাদের কাছে পরিষ্কার নয়।
এদিন দিলীপ ঘোষ ঘটনাস্থলে গিয়ে মন্তব্য করেন যে শুধু কাশিপুর নয় এমন ঘটনার রাজ্যজুড়ে তৃণমূল বিজেপির বিরুদ্ধে চালিয়ে চলেছে।
Topics
Amit Shah Arjun Chourasia Kashipur BJP TMC Administration Kolkata