Home রাজনৈতিক রুজিরার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

রুজিরার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

by Soumadeep Bagchi

কয়লা পাচার কাণ্ডে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করল দিল্লির পাতিয়ালা হাউস কোর্ট। আগামী ২০ আগস্টের মধ্যে আদালতে হাজিরার নির্দেশ। আইন বিশেষজ্ঞদের মতে, চাইলে জামিনের আবেদন করতে পারবেন অভিষেক ঘরনি।

 

 

কয়লাকাণ্ডে একাধিকবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক  এবং তাঁর স্ত্রী রুজিরাকে সমন পাঠায় ইডি। বারবার তলব করা সত্ত্বেও জেরা এড়ান অভিষেকপত্নী। এমন অভিযোগ নিয়ে দিল্লির আদালতের দ্বারস্থ হয়েছিল ED । রুজিরা ইতিপূর্বে ইডিকে জানিয়েছিলেন, কোভিড পরিস্থিতি। বাড়িতে তাঁর দুই ছেলেমেয়ে রয়েছে। তাদের বয়স অনেকটাই কম। তাই এমন পরিস্থিতিতে সশরীরে হাজিরা দিতে পারবেন না। সমনের উপর স্থগিতাদেশ চেয়ে আদালতের দ্বারস্থও হন।

 

 

রুজিরা-অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আবেদনের পালটা পাতিয়ালা কোর্টে যায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। তারপরই আদালত রুজিরাকে তলব করেছিল বলে খবর। গত ৩০ সেপ্টেম্বর ভারচুয়ালি হাজিরাও দিয়েছিলেন। ইডির তলবের জল গড়ায় সুপ্রিম কোর্টেও। অভিষেক বন্দ্যোপাধ্যায় সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হন।

 

আরও পড়ুনঃ উদ্দেশ্য রাজনীতি? রাতে শাহী ভোজ, সকালেই এক মঞ্চে ফিরহাদ-সৌরভ

 

তবে এবার রুজিরার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করল দিল্লির পাতিয়ালা হাউস কোর্ট (Patiala House Court)। আগামী ২০ আগস্ট মধ্যে আদালতে হাজিরার নির্দেশ। আগাম জামিনের আবেদনও করতে পারবেন। যদিও ইডির তলবকে বারবার রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে কটাক্ষ করেছে তৃণমূল।

Related Articles