কলকাতা টুডে ব্যুরো:কাশীপুরে বিজেপি নেতা অর্জুন চৌরাসিয়ার দেহের ময়নাতদন্ত কোথায় হবে, তা নিয়ে জটিলতা তৈরি হয় শুক্রবার। পরে আদালত নির্দেশ দেয় যাতে কমান্ড হাসপাতালে ময়নাতদন্ত হয় বিজেপি যুবনেতার। শনিবারই সেই নির্দেশ মেনে ময়নাতদন্ত হয়েছে কেন্দ্রীয় সরকারের অধীন ওই হাসপাতালে। আর জি কর ও এইমস উভয় হাসপাতালের চিকিৎসই উপস্থিত ছিলে ময়নাতদন্তের সময়। কিন্তু সেই ময়নাতদন্ত কতটা নিরপেক্ষ হল, তা নিয়ে প্রশ্ন তুললেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম।
পোস্টমর্টেম রিপোর্টের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। তাঁর মতে কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশিত পথে এই পোস্টমর্টেম যিনি করবেন, তিনি কী তাঁর নিরপেক্ষতা বজায় রাখতে সক্ষম হবেন? ফিরহাদ প্রশ্ন তুলেছেন, ‘যদি নিরপেক্ষভাবে পোস্টমর্টেম রিপোর্ট দেন এবং সেখানে প্রমাণিত হয়, অর্জুন চৌরাশিয়া আত্মহত্যা করেছিলেন, তাহলে কি ওই পোস্টমর্টেম করা আধিকারিকের চাকরি থাকবে?’ নিরপেক্ষভাবে যাতে তদন্ত হয়, আসল সত্য যাতে উদঘাটিত হয় সে বিষয়েও আবেদন জানিয়েছেন ফিরহাদ।
অন্যদিকে এই পোস্টমর্টেম নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক চর্চা শুরু হয়ে গেছে । এই পোস্ট মডেম দিয়ে এদিন বিজেপির সর্বভারতীয় সভাপতি দিলীপ ঘোষ বললেন,”ওদের চালাকি ধান্দাবাজি আমরা জানি, তাই আমরা কোর্টে গিয়েছিলাম এবং কোর্ট আমাদের দাবি মেনে নিয়েছেন। আশাকরি মিলিটারি হাসপাতাল থেকে ঠিকঠাক ময়নাতদন্তের রিপোর্ট হবে।”
Topics
Firhad Hakim BJP TMC Administration Kolkata