কলকাতা টুডে ব্যুরো:রান্নার গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে ফের বিজেপি সরকারের বিরুদ্ধে সুর ছড়ালো রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
টুইট করে মমতা লেখেন, ‘কেন্দ্রীয় সরকারের তরফে অবিলম্বে ভারতের জনগণকে কষ্ট দেওয়া বন্ধ করতে হবে। বার বার জ্বালানি, এলপিজি গ্যাস এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম বাড়িয়ে আসলে বিজেপি গ্রেট ইন্ডিয়ান লুঠ পরিচালনা করছে। মানুষকে বোকা বানানো হচ্ছে।’
শনিবার তৃণমূল ভবনে সাংবাদিক সম্মেলন করে তৃণমূলের জাতীয় মুখপাত্র তথা রাজ্যসভার উপ-দলনেতা সুখেন্দুশেখর রায় বলেন, ‘‘যে ভাবে একের পর এক জনবিরোধী সিদ্ধান্ত কেন্দ্রীয় সরকার নিয়ে চলেছে, তাতে তাদের বিরুদ্ধে একজোট হয়ে লড়াই করতে হবে।
আরও পড়ুন: অর্জুন চৌরাসিয়ার ময়নাতদন্ত নিয়ে শাসক-বিরোধীর মতভেদ
কেন্দ্রীয় সরকার পেট্রোপণ্যের দাম বাড়িয়ে ১৭ লক্ষ কোটি টাকা রোজগার করেছে। সেই রোজগারের বোঝা চাপছে গরিব জনতার উপর।’’