কলকাতা টুডে ব্যুরো:৩৪ বছরে পা দিলেন অনুষ্কা শর্মা । ছবিতে অভিনয়ের পাশাপাশি প্রযোজনার কাজও করছিলেন অনুষ্কা। সম্প্রতি অবশ্য প্রযোজনা সংস্থা থেকে সরে দাঁড়িয়েছেন তিনি। অভিনয়েই মন দিতে চান তিনি।
সোশ্যাল মিডিয়ায় আবেগি পোস্ট করলেন স্বামী বিরাট কোহলি ।বিরাট লিখলেন, “ঈশ্বরকে ধন্যবাদ জানাই তোমাকে পৃথিবীতে আনার জন্য। আমি জানি না, তোমাকে ছাড়া আমি কী করতাম! সত্যিই তুমি ভিতর থেকে সুন্দর একজন মানুষ। মিষ্টি বন্ধুবান্ধবদের নিয়ে দারুণ একটা দুপুর কাটালাম।”
https://www.instagram.com/p/CdA6r5JMei5/?igshid=YmMyMTA2M2Y=
অনুষ্কা এই মুহূর্তে রয়েছেন বিরাট কোহলির সঙ্গে। আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্য়াঙ্গালোরের প্রতি ম্যাচেই স্ট্যান্ডে পাওয়া যাচ্ছে অনুষ্কাকে। রবিবার বিশেষ দিনটাও অনুষ্কা তাঁর আরসিবি পরিবারের সঙ্গে কাটালেন।
Topics
Virat Kohli Anushka Sharma Birthday Bollywood Entertainment Kolkata