Home রাজনৈতিক লক্ষ্য উত্তর-পূর্ব ভারত, অসম সফরে Abhishek Banerjee

লক্ষ্য উত্তর-পূর্ব ভারত, অসম সফরে Abhishek Banerjee

by Soumadeep Bagchi

কলকাতা টুডে ব্যুরো:তৃতীয়বার বাংলা জয়ের পর থেকেই তৃণমূলের নজরে উত্তর-পূর্ব ভারত। আগামী বছর উত্তর পূর্ব ভারতের দুই রাজ্য ত্রিপুরা ও মেঘালয়ে নির্বাচন। অন্যদিকে চব্বিশের লোকসভা নির্বাচনে অসমে প্রার্থী দিতে পারে ঘাসফুল শিবির।

 

 

 

গোয়ার সঙ্গে সঙ্গেই উত্তর-পূর্ব ভারতে নিজেদের শক্তি বাড়ানোর কাজ শুরু করেছে তৃণমূল । নেতৃত্বে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার মধ্যেই অসম প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি রিপুন বোরার তৃণমূলে যোগদান। তাঁর হাত ধরেই একের পর এক যোগদান চলছে। এই পরিস্থিতিতে অসমে সফরে গেলেন অভিষেক। রিপুন ছাড়াও সেখানে থাকবেন সাংসদ সুস্মিতা দেব।

 

আরও পড়ুনঃ ভোট পরবর্তী হিংসায় ‘নিহত’দের পরিবারের সদস্যদের নিয়ে রাজভবনে বিজেপি

 

একদিনের সফরে রিপুন বোরা, সুস্মিতা দেবের সঙ্গে বৈঠক করবেন তিনি। বুধবার রাতেই আবার কলকাতা ফিরে আসার কথা তাঁর। তার আগে অসমে তৃণমূল কংগ্রেস আজ তাদের দলীয় কার্যালয় উদ্বোধন করবেন। আপাতত মেঘালয় যাচ্ছেন না অভিষেক। সে রাজ্যে সংগঠন গোছানোর দায়িত্ব রয়েছেন প্রাক্তন কংগ্রেস নেতা তথা বর্তমানে তৃণমূল কংগ্রেসের মন্ত্রী মানস ভুঁইঞা।

Related Articles