কলকাতা টুডে ব্যুরো:পুলিশকে মাইনে দিয়ে না রেখে কুকুর পুষলে ভাল হতো। তারা গন্ধ শুঁকে যেদিকে যাবে, সেদিকেই অপরাধের চিহ্ন পাওয়া যেত।” অর্থাৎ নানা ঘটনার তদন্তে পুলিশের দক্ষতা নিয়েই প্রশ্ন তুলে দিলেন সেলিম। তাঁর এই মন্তব্যের জেরে বিতর্ক শুরু হয়ে গিয়েছে।
এদিন দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুরে সিপিআইএম কর্মী খুনের প্রতিবাদে এ সমাবেশের আয়োজন করেছিল দল। সেখানে বিতর্কিত মন্তব্য করেন মোহাম্মদ সেলিম।
রাজ্যে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে আগেও। পুলিশ সরকারের দলদাসে পরিণত হয়েছে, পক্ষপাতমূলক আচরণ – এসব অভিযোগও নতুন নয়। সম্প্রতি রাজ্যে ঘটে চলা নানা ঘটনাতেও পুলিশের গাফিলতি নিয়ে সমলোচনা চলছে। তবে শনিবার উর্দিধারীদের উদ্দেশে সিপিএম রাজ্য সম্পাদকের মন্তব্য নতুন করে বিতর্কের জন্ম দিল।
Topics
Md Selim Congress CPM BJP TMC Administration Kolkata