কলকাতা টুডে ব্যুরো:প্রায় ৩ ঘণ্টা জিজ্ঞাসবাদের পর সিবিআই দফতর থেকে বের হন শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারী । রাত সাড়ে ১০টা নাগাদ দফতর থেকে বের হন তিনি। এরপর সোজা এমএলএ হস্টেলে যান তিনি। সন্ধে ৭টা ২৫ মিনিট নাগাদ নিজাম প্যালেসের সিবিআই দফতরে ঢুকেছিলেন মন্ত্রী।
এফআইআর দায়ের হওয়ার পর, সিবিআই দফতরে হাজিরা দেন স্কুলশিক্ষা দফতরের প্রতিমন্ত্রী।আদালত আবমাননার মামলায় মন্ত্রীকে শেষ সুযোগ দিয়েছিলেন হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।
আরও পড়ুনঃ অবশেষে সিবিআইয়ের তলবে হাজির Paresh Adhikary
তাঁর নির্দেশ ছিল, এদিন বিকেল ৩ টার মধ্যে সিবিআই দফতরে হাজিরা দিতে হবে মন্ত্রী। যদি হাজিরা না দেন, তাহলে নির্ধারিত সময়ের পর আদালত পরবর্তী নির্দেশ দেবে। এরপর সিবিআই-কে ইমেল করেন পরেশ অধিকারী। হাজিরা দেওয়ার জন্য সময় চান তিনি।