কলকাতা টুডে ব্যুরো:অর্জুন সিংয়ের ঘর ওয়াপসির পর সোমবার শ্যামনগরে জনসভা করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ।গত শনিবার শুভেন্দুর গড়ে সভা করেছেন তিনি। আসন্ন পঞ্চায়েত ভোটের আগে দলীয় কর্মীদের চাঙ্গা করতেই অভিষেকের এই সভা বলে মনে করা হচ্ছে। এদিকে আবার আজ জঙ্গল মহল সফরে যাচ্ছেন টিএমসি সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।
বিজেপি-এই রাজ্যে ক্ষমতায় আসবে ভেবে যাঁরা তৃণমূল ছেড়ে গিয়েছিলেন, তাঁদের জন্য দরজা বন্ধ। শ্যামনগরে সভা থেকে ঘোষণা করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
তিনি বলেন, ‘অনেক
আরও পড়ুনঃ আগামী ৩রা জুন মাধ্যমিকের ফল প্রকাশ
মিরজাফর, গদ্দার, দুই ,নম্বরি লোকজন তৃণমূল ছেড়েছিলেন। তখন তাঁরা ভেবেছিলেন বিজেপি রাজ্যে ক্ষমতায় চলে আসবে। কিন্তু অর্জুন সিং ভুল বুঝতে পেরে আমাদের কাছে এসেছেন। এখনও অনেকে আসতে চাইছেন। তবে আমরা দরজা বন্ধ করে রেখেছি। আর দরজা খুলব না। সবাই আমাদের দলে চলে এলে বিজেপিকে আর অনুবীক্ষণ যন্ত্র দিয়ে এই রাজ্যে খুঁজে পাওয়া যাবে না।’
খড়দহে বিধানসভা উপনির্বাচনের আগে শেষবার উত্তর ২৪ পরগনায় সভা করতে দেখা গিয়েছিলেন তিনি। তারপরে আর অর্জুনের গড়ে দেখা যায়নি অভিষেককে। অর্জুন সিংয়ের টিএমসিতে ফেরার পর এই প্রথম উত্তর ২৪ পরগনায় পা রাখবেন অভিষেক। অর্জুনকে সঙ্গে নিয়েই শ্যামনগরে সভা করলেন তিনি।