কলকাতা টুডে ব্যুরো:মানবিক কারণে তৃণমূলে ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দুবাই যাওয়ার অনুমতি দিল কলকাতা হাই কোর্ট। বৃহস্পতিবার বিস্তারিত শুনানির পর বিচারপতি বিবেক চৌধুরী এই অনুমতি দিয়েছেন। ইডির- পক্ষের আইনজীবী বিদেশ যাত্রার বিরোধিতা করে একাধিক যুক্তি দিয়েছিলেন শুনানিতে। সেখানে তিনি বলেন, যে আবেদন করা হয়েছে তা অসম্পূর্ণ।
তাঁর স্ত্রী কেও অভিষেকের সঙ্গে যাওয়ার অনুমতি দিয়েছে আদালত। মানবিকতার প্রেক্ষিত থেকেই তাদেরকে যাওয়ার অনুমতি দিয়েছে আদালত। আদালত আরও জানিয়েছে মামলাকারীকে বিমানের টিকিট এবং দুবাইয়ের কোথায় তারা থাকবেন এই ঠিকানা ইডি-র কাছে দিতে হবে। একই সঙ্গে হাসপাতাল এবং থাকার জায়গার ফোন নম্বরও জানাতে হবে। এর সাহায্যেই যাতে ইডি তাদের উপর নজর রাখতে পারে সেই জন্যই এই ব্যবস্থা বলে জানা গেছে।
আদালত জানিয়েছে ‘Right to life’ মানে ‘Right to get proper treatment’ পাওয়া। তিনি নিজের পছন্দমত চিকিৎসকের কাছে যেতে পারেন। সেটা থেকে তাঁকে আটকানো যায় না।
নোটিস পাঠানোর পর যদি তিনি যেতেন তাহলে আদালত নির্দেশ অমান্য করার বিষয় আসত বলেও জানানো হয়েছে।