কলকাতা টুডে ব্যুরো:জনপ্রিয় গায়ক কেকে-এর মৃত্যুতে কাঠগড়ায় শহর কলকাতার এক কলেজের অনুষ্ঠান। বিশৃঙ্খলা থেকে অবহেলা, বিতর্কের জল এতদূর গড়ায় যে রাতারাতি কলেজ অনুষ্ঠানের নিয়ম পালটে ফেলে শিক্ষা দফতর। তারপরই সামনে এল সুরেন্দ্রনাথ কলেজের অনুষ্ঠান বাতিলের খবর।
শুধু তাই নয়, একপক্ষের দাবি কেকে কাণ্ডের পর মুম্বইয়ের শিল্পীরা কলকাতায় পারফর্ম করতে আসতে চান না। তাই তারা এই অনুষ্ঠানে করতে নিষেধ করায় আপাতত বন্ধ সুরেন্দ্রনাথ কলেজের প্রোগ্রাম।সুরেন্দ্রনাথ কলেজের ফেস্টে আসবেন না বলে জানিয়ে দিলেন বিখ্যাত শিল্পী সুনিধি চৌহান ও জুবিন নটিয়াল। আর তার জেরে ফেস্ট বাতিলের কথা ঘোষণা করল কলেজ কর্তৃপক্ষ।
চলতি মাসের ৮ তারিখ নেতাজি ইন্ডোর স্টেডিয়ানে সুরেন্দ্রনাথ কলেজের ফেস্ট আয়োজন করা হয়েছিল। কেকের আকস্মিক মৃত্যুর পর কলেজ কর্তৃপক্ষকে ওই দুই শিল্পী ফেস্টে না আসার কথা নাকি জানিয়ে দেন। তারপরই আয়োজকরা অনুষ্ঠান বাতিল করার সিদ্ধান্ত নেয় বলে খবর। এমন একটা খবর ঘুরছে সামাজিক মাধ্যমে।
নজরুল মঞ্চের অস্বাস্থ্যকর পরিস্থিতির কারণে কেকের এই মর্মান্তিক মৃত্যু ঘটেছে বলেও অনেকে দাবি করছেন। সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে রাজ্য-রাজনীতি কার্যত তোলপাড়।