কলকাতা টুডে ব্যুরো: কামারকুন্ডু রেলস্টেশনের কাছে উড়ালপুল নির্মাণের অর্থ বরাদ্দকে কেন্দ্র করে জোর তরজা তৃণমূল বিজেপির। উড়ালপুল নির্মাণের খরচ নিয়ে মুখ্যমন্ত্রীর বক্তব্যের বিরোধিতায় সরব রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দুর পাল্টা দাবি, উড়ালপুল তৈরির জন্য রাজ্য সরকার দিয়েছে ১৮ কোটি টাকা। অন্যদিকে রেলমন্তক ও রেলওয়ে কর্পোরেশন দিয়েছে ২৬ কোটি টাকা।
উল্লেখ্য এদিন সিঙুরে মুখ্যমন্ত্রী বলেন, উড়ালপুল তৈরির খরচ দিয়েছে রাজ্য সরকার। আর এনিয়েই এবার আসরে বিজেপি।
এদিন শুভেন্দু আরও অভিযোগ করেন মুখ্যমন্ত্রী কেন্দ্রের প্রকল্প রাজ্যের নামে চালিয়ে দিচ্ছে চেষ্টা করছে তার আরও একটি সংযোজন কামারকুন্ডু উড়ালপুল।
আগামী ১০ তারিখ কামারকুন্ডু রেল ব্রিজের সামনে প্রধানমন্ত্রী ও রেলমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে সভা করবেন শুভেন্দু অধিকারী ও লকেট চট্টোপাধ্যায়।