কলকাতা টুডে ব্যুরো:হাওড়ায় একের পর এক বিজেপি অফিসে হামলার অভিযোগ। দলীয় কর্মীদের সঙ্গে দেখা করতে গেলে বাধা দেওয়ার অভিযোগ পুলিশ-প্রশাসনের বিরুদ্ধে। প্রতিবাদে মেয়ো রোডে গাঁধী মূর্তির পাদদেশে অবস্থানে বসলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।
শনিবার বেলা ১১টা নাগাদ তিনি নিউটাউনে নিজের বাড়ি থেকে বেরোনোর সময় তাঁকে আটকে দেওয়া হয়। এমনকী, এরজন্য তাঁকে কোনও কাগজ দেখানো হয়নি বলেও অভিযোগ তুলেছেন সুকান্ত। তিনি বলেন, “পুলিশ কোনও কারণ দেখাতে পারেনি। বলেছে হাওড়াতে ১৪৪ ধারা জারি। কিন্তু, হাওড়া থেকে আমার বাড়ি অনেক দূর। ১১টা সময় যখন আমি বাড়ি থেকে বেরোতে গিয়েছিলাম, সেই সময় আমাকে আটকে দেওয়া হয়। কেন আমাকে বাড়ির মধ্যে বন্দি করে রাখা হল বুঝতে পারছি না। পুলিশ কোনও আইনি কাগজ দেখাতে পারেনি।”
অশান্তির প্রেক্ষিতে সরাসরি সরকারকে তোপ দাগেন সুকান্ত। তিনি বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় তিন দিন ধরে বসে আছেন। কোনও পদক্ষেপ করেননি। তিনি তাঁর প্রশাসনিক দায়িত্ব পালন করতে ব্যর্থ হয়েছেন। তিনি কোনও পদক্ষেপ করলে আজ এই পরিস্থিতি তৈরি হত না। ঝাড়খণ্ডে প্রতিবাদ হয়েছে। কিন্তু, পুলিশ ব্যবস্থা নিয়েছে। পশ্চিমবঙ্গ পুলিশের উচিত ছিল লাঠি চার্জ করা।”
Topics
Sukanta Majumdar BJP TMC Administration Kolkata