কলকাতা টুডে ব্যুরো:পানিহাটি পৌরসভার পরিচালনায় পানিহাটি মহোৎসব তলা ঘাট সংলগ্ন অঞ্চলে পালিত হচ্ছে ৫৬ তম দন্ড মহোৎসব। শুধু জেলা নয় রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ভক্ত সাধারণ আসেন এই দন্ড মহোৎসবে। লক্ষাধিক মানুষের ভিড়ে পরিপূর্ণ থাকে পানিহাটি মহোৎসব তলা ঘাট সংলগ্ন অঞ্চল।
আর এই তীব্র গরম ও মানুষের ভিড়ে অসুস্থ হয়ে পড়েন প্রায় ১৫ জনের মতো পূর্ণার্থী। তাদের মধ্যে তিন জনের মৃত্যু হয়েছে বলে জানালেন পানিহাটির বিধায়ক নির্মল ঘোষ। দর্শনার্থীদের চাপ সামলাতে না পেরে পৌরসভা, বিধায়ক এবং পুলিশ প্রশাসন নতুন করে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছেন। বন্ধ রাখা হয়েছে মন্দিরের পুজো।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোদপুর থেকে ডানলপ যাওয়ার পথে সাগরদত্ত স্টেট জেনারেল হাসপাতালের আগে এই উৎসবের আয়োজন করা হয়েছিল। রাস্তার ধারে মঞ্চ করে উৎসবের আয়োজন করা হয়েছিল। সকাল থেকেই মাইকিং চলছিল সেখানে। প্রত্যেক বছর এই মেলায় প্রচুর মানুষের সমাগম হয়। এবছরও তার ব্যতিক্রম হয়নি।বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই মঞ্চের সামনে ভিড় বাড়তে থাকে। উদ্যোক্তাদের তরফে প্রয়োজনীয় খাবার ও জলের ব্যবস্থা রাখা হয়েছিল। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে ভিড় বাড়ায়, তা সামলাতে নাজেহাল হতে হয় উদ্যোক্তাদের।
প্রচণ্ড ভিড়ে ঠেলাঠেলি, ধস্তাধস্তি শুরু হয়। মাথার ওপর গনগনে সূর্য। সঙ্গে আর্দ্রতাজনিত কারণে প্রচণ্ড ঘর্মাক্ত পরিস্থিতি। অসুস্থ হয়ে পড়েন বেশ কয়েকজন। তাঁদের মধ্যে ২-৩ জন রীতিমতো অচৈতন্য হয়ে পড়েন। তাঁদেরকে উদ্ধার করে বলরাম স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। দেহের ময়নাতদন্ত হবে। তবে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, সান স্ট্রোক হয়েছে। অসুস্থ হয়েছেন আরও বেশ কয়েকজন। তাঁরাও হাসপাতালে ভর্তি।
Topics
Panihati Hospital Accident Administration Kolkata