Home সংবাদবর্তমান ঘটনা পানিহাটির ঘটনায় টুইট করে শোক প্রকাশ করলেন শুভেন্দু অধিকারী

পানিহাটির ঘটনায় টুইট করে শোক প্রকাশ করলেন শুভেন্দু অধিকারী

by Kolkata Today

কলকাতা টুডে ব্যুরো:পানিহাটির ঘটনায় দুঃখ প্রকাশ করে টুইট করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। টুইট করে শুভেন্দু অধিকারী লেখেন ,”এই ঘটনা অত্যন্ত দুর্ভাগ্যজনক।” এই টুইটের মাধ্যমে তিনি মৃতদের পরিবারকে সমবেদনা জানান এবং যারা এ ঘটনায় আহত হয়েছেন তাদের দ্রুত সুস্থতা কামনা করেছেন বিরোধী দলনেতা।

উত্তর ২৪ পরগনার পানিহাটির মহোৎসবতলা ঘাটে দই-চিঁড়ের মেলায় চূড়ান্ত বিশৃঙ্খলা। মৃতের সংখ্যা বেড়ে হয়েছে   ৫ । গরম ও ভিড়ের চাপে অসুস্থ বহু পুণ্যার্থী।

উত্তর ২৪ পরগনার পানিহাটির মহোত্সবতলা ঘাটে দই-চিঁড়ের মেলায় চূড়ান্ত বিশৃঙ্খলা। প্রবল গরম, ভিড়ের চাপে পদপিষ্ট হয়ে মৃত্যু বাড়ছে পানিহাটির দই-চিঁড়ের মেলায়। গরম ও ভিড়ের চাপে অসুস্থ হয়ে পড়েন ৪৫ জন পুণ্যার্থী। তাঁদের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

 

Topics

Panihati ISKCON  Suvendu Adhikari BJP TMC Administration Kolkata

Related Articles

Leave a Comment