কলকাতা টুডে ব্যুরো:হরিশ মুখার্জি রোডে অবস্থিত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি শান্তিনিকেতনে পৌঁছয় যান সিবিআই আধিকারিকরা। মোট ৮ সদস্যের একটি দল রুজিরাকে জিজ্ঞাসাবাদ করছে৷ তার মধ্যে ২ জন মহিলা আধিকারিকও রয়েছেন৷ কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সূত্রে খবর, কয়লা পাচারের টাকা কোন কোন ব্যাংক অ্যাকাউন্টে গিয়েছিল? কোন কোন প্রভাবশালী ব্যক্তির কাছ থেকে টাকা এসেছিল? কারা লাভবান হয়েছেন? এমন একাধিক অজানা তথ্য জানতে রুজিরাকে জিজ্ঞাসাবাদ করা হবে। এর আগে ১৪ মাসে আগে রুজিরাকে জিজ্ঞাসাবাদের সময় যে বয়ান দেওয়া হয়েছিল, সেই বয়ানের সঙ্গে তথ্য মিলছে না। এর জন্যই ফের জিজ্ঞাসাবাদ করতে পৌঁছায় সিবিআই।
সিবিআই সূত্রের খবর, কয়লা পাচারকাণ্ডে জিজ্ঞাসাবাদের জন্য় আগে একাধিকবার অভিষেক পত্নী রুজিরাকে দিল্লিতে তলব করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ইডি। কিন্তু রুজিরা হাজিরা দেননি। বারবারই এড়িয়ে গেছেন। তাঁর নামে গ্রেফতারি পরোয়ানাও জারি করা হয়েছিল। কিন্তু এবার সিবিআই সরাসরি অভিষেকের বাড়িতে গিয়েই কয়লাকাণ্ডে তাঁকে জিজ্ঞাসাবাদ করে। যদিও এটাই প্রথম নয়। এর আগেও কেন্দ্রীয় তদন্ত সংস্থার আধিকারিকরা অভিষেকের শান্তিনিকেতনের বাড়িতে গিয়েছিল তদন্তের স্বার্থে।
অভিষেক এবং রুজিরাকে সিবিআই দিল্লিতে তলব করেছিল কয়লা পাচার মামলায় জিজ্ঞাসাবাদ করতে৷ তবে সন্তানের কথা বলে রুজিরা জানান তিনি দিল্লি যেতে পারবেন না। সেই মতো ইডি আদিকারিকরা রুজিরাকে বাড়িতে গিয়েই জিজ্ঞাসাবাদ করছে।
Topics
Abhishek Banerjee BJP TMC Administration Kolkata