Home সংবাদসিটি টকস অগ্নিপথ প্রকল্পের প্রতিবাদে দেশজুড়ে বিক্ষোভ, রেলে হামলা, বাতিল ট্রেন

অগ্নিপথ প্রকল্পের প্রতিবাদে দেশজুড়ে বিক্ষোভ, রেলে হামলা, বাতিল ট্রেন

by Soumadeep Bagchi

কলকাতা টুডে ব্যুরো:দেশজুড়ে অগ্নিপথ-বিক্ষোভের আঁচ সবথেকে বেশি পড়েছে রেল পরিষেবায়। রেলের তরফে জানানো হয়েছে, বিক্ষোভ-অশান্তির জেরে মোট ৩০টি এসি ও ৪৭টি নন-এসি কোচের ক্ষতি হয়েছে।তার সঙ্গে হয়েছে পরিকাঠামোগত ক্ষতি। সব মিলিয়ে একদিনেই রেলের ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে ৩ কোটি ২৯ লক্ষ ৯৭ হাজার ৭২৫ টাকা। বিক্ষোভের জেরে বাতিল করা হয়েছে একাধিক ট্রেন। রাজ্যেও বাতিল ট্রেন।

 

বাতিল একাধিক ট্রেন:

আসানসোল-গয়া মেমু এক্সপ্রেস

আসানসোল-বারাণসী মেমু এক্সপ্রেস

কলকাতা- জম্মু তাওয়াই এক্সপ্রেস

হাওড়া- দেরাদুন কুম্ভ এক্সপ্রেস

হাওড়া-পাটনা জনশতাব্দী এক্সপ্রেস

বাকা-রাজেন্দ্রনগর ইন্টারসিটি এক্সপ্রেস
মালদা টাউন- নিউদিল্লি এক্সপ্রেস

ভাগলপুর-আনন্দপুর গরীবরথ এক্সপ্রেস
হাওড়া- নিউ দিল্লি পূর্বা এক্সপ্রেস,

হাওড়া- ধানবাদ ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস,
হাওড়া-জয়নগর এক্সপ্রেস
হাওড়া-দ্বারভাঙা এক্সপ্রেস

আরও পড়ুনঃ ১০০ বছরে পা দিলেন নরেন্দ্র মোদির মা, মায়ের পা ধুয়ে আশীর্বাদ নিলেন প্রধানমন্ত্রী

 

অগ্নিপথ প্রকল্পের বিরোধিতার আঁচে ব্যাপকভাবে প্রভাবিত রেল পরিষেবা। জ্বলছে একের পর এক ট্রেন, স্টেশনে স্টেশনে তাণ্ডব। জায়গায় জায়গায় ট্রেন অবরোধ। এই পরিস্থিতিতে বিক্ষোভকারীদের বার্তা রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণ-র। হিংসার আশ্রয় না নিতে এবং রেলের সম্পত্তি নষ্ট না করার জন্য বিক্ষোভকারীদের কাছে আবেদন জানালেন তিনি।

Related Articles

Leave a Comment