কলকাতা টুডে ব্যুরো:বৃহস্পতিবার সকালে কনিষ্ঠ সন্তানকে কোলে নিয়েই সিজিও কমপ্লেক্সে প্রবেশ করতে দেখা গেল অভিষেক-পত্নী রুজিরা নারুলাকে। এই প্রথমবার তদন্তে অংশ নিতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দফতরে গিয়েছেন তিনি। শুধু সঙ্গে নিয়ে যাওয়াই নয়, জিজ্ঞাসাবাদের সময়েও কোলেই রাখতে হয়েছে আড়াই বছরের আয়াংশকে।
সূত্রের খবর, সুপ্রিম কোর্টের নির্দেশের পর বৃহস্পতিবার সল্টলেকের সিজিও কমপ্লেক্সে হাজিরা দিতে বলা হয় অভিষেক-জায়াকে। রুজিরাকে জিজ্ঞাসাবাদের জন্য দিল্লি থেকে কলকাতায় ইডি-র অফিসারদের স্পেশাল টিম।কড়া নিরাপত্তায় মোড়া সিজিও কমপ্লেক্স। কমপ্লেক্সের সামনে মোতায়েন বিধাননগর কমিশনারেটের বিশাল পুলিস বাহিনী।
আরও পড়ুনঃ লকেটকে আইনি চিঠি বেচারামের,ক্ষমা না চাইলে ২ কোটি টাকার মানহানির মামলা করার হুঁশিয়ারি
কয়েক দিন আগেই রুজিরাকে জিজ্ঞাসাবাদ করেছিল সিবিআই। সে বার অভিষেকের বাড়ি ‘শান্তিনিকেতনে’ গিয়ে তাঁর স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারীরা। সূত্র মারফত জানা যায়, রুজিরাকে জিজ্ঞাসাবাদে বিদেশে আর্থিক লেনদেন সংক্রান্ত বিষয়টি উঠে এসেছে। সেদিন প্রায় সাত ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয় তৃণমূল সাংসদের ঘরনিকে।