কলকাতা টুডে ব্যুরো:শনিবার সকালে মল্লিকবাজারের এক বেসরকারি হাসপাতালের কার্নিশে উঠে পড়েন এক রোগী। হাসপাতাল কর্মীদের দাবি, স্নায়ুরোগে আক্রান্ত ওই ব্যক্তি আত্মহত্যা করবেন বলে হুমকি দিচ্ছিলেন, তাঁকে বোঝানোর চেষ্টা করছিলেন হাসপাতালের কর্মীরা। কিন্তু শেষ রক্ষা হল না। দেড় ঘণ্টা হাসপাতালের কার্নিশে বসে থাকার পর, হাত ফসকে নীচে পড়ে যান ওই রোগী। তাঁকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এই পুরো ঘটনায় প্রশাসনের ভূমিকায় প্রশ্ন উঠেছে। টানা দেড়ঘণ্টা সময় পাওয়ার পরও কেন উদ্ধার করা গেল না রোগী তা নিয়ে প্রশ্ন উঠেছে বিভিন্ন মহলে। পাশাপাশি এতক্ষণ ধরে শত চেষ্টার পরও কেন রোগীকে উদ্ধার করতে পারল না দমকল, সে নিয়েও প্রশ্ন দানা বেঁধেছে। ইতিমধ্যেই হাসপাতাল চত্বরে বিক্ষোভ শুর করেছে স্থানীয় মানুষেরা। কলকাতা পুলিস, বিপর্যয় বাহিনী, দমকল- সমস্ত ব্যবস্থা পৌঁছে যাওয়া সত্ত্বেও কেন উদ্ধার করা গেল না তাকে?
আরও পড়ুনঃ কলকাতা সহ তার আশেপাশের অঞ্চলে বিক্ষিপ্ত বৃষ্টি
হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, হাসপাতালের আট তলায় একটি জানলা দিয়ে কার্নিশে উঠে পড়েন এক রোগী। বিষয়টি চোখে পড়তেই তড়িঘড়ি খবর দেওয়া হয় দমকলে। হাইড্রলিক ল্যাডার ব্যবহার করে রোগীকে উদ্ধার করার কাজ শুরু করে দমকল। কার্নিশে বিপজ্জনক অবস্থায় বসেছিলেন ওই রোগী।