Home রাজনৈতিক ‘অগ্নিপথ’ নিয়ে মমতার সমালোচনাকে সেনার অপমান বলে মন্তব্য করলেন সুকান্ত মজুমদার

‘অগ্নিপথ’ নিয়ে মমতার সমালোচনাকে সেনার অপমান বলে মন্তব্য করলেন সুকান্ত মজুমদার

by Soumadeep Bagchi

কলকাতা টুডে ব্যুরো:মঙ্গলবার আসানসোলের কর্মিসভা মঞ্চ থেকে কেন্দ্রের অগ্নিবীর নিয়ে মমতা বলেন বিজেপি মিথ্যা কথা বলছে, ২০২৪ সালের আগে ললিপপ দেখাচ্ছে। মমতার দাবি, ‘অগ্নিপথ’ প্রকল্পে যাঁদের চাকরি দেওয়া হবে, তাঁরা আসলে বিজেপি ঘনিষ্ঠ লোক। তাই মেয়াদ ফুরোলে ‘ওদের লোককে’ চাকরি দেওয়া হবে না বলে উল্লেখ করেছেন মুখ্যমন্ত্রী।

 

তিনি বলেন, ‘ওদের লোককে চাকরি দেব কেন? আমার রাজ্যের ছেলেমেয়েদের চাকরি দেব। চাকরি দিতে আমার কোনও আপত্তি নেই, কিন্তু এখানে যাঁরা চাকরি পায়নি, তাঁদের আগে চাকরি দেব।’ এই প্রসঙ্গে মমতার সাফ জবাব, ‘এটা বিজেপির ডাস্টবিন, বিজেপি পরিষ্কার করবে। আমি করব না।’ অগ্নিবীর কে নিয়ে এই মন্তব্যের কড়া ভাষায় সমালোচনা করেন সুকান্ত মজুমদার ।তিনি বলেন,”মাননীয় মুখ্যমন্ত্রী ভারতীয় সেনাদের সম্পর্কে যে ধরনের শব্দচয়ন করেছেন আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি ।

 

এর আগেও ভারতীয় সেনা যখন কাশ্মীর অধিকৃত পাকিস্তানের সার্জিকাল স্ট্রাইক করেছিল সেই সময়ে ভারতীয় সেনার বিরুদ্ধে প্রশ্ন তুলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মাঝেমধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায় ভারতীয় সেনাদের বিরুদ্ধে যেভাবে কথা বলেন তাতে করে মনে হয় তিনি ভারতের কোন রাজ্যের নয় পাকিস্তানের কোন জায়গার মুখ্যমন্ত্রী। ইতিমধ্যেই দেশের বিভিন্ন রাজ্যে অগ্নি বীরদেরকে কর্মসংস্থান দেওয়ার বিষয়ে বলা হয়েছে এ প্রসঙ্গে সুকান্ত মজুমদার অসমের উদাহরণ টেনে আনেন ।

 

 

তিনি বলেন আসাম ব্যাটেলিয়ানে অগ্নি বীরদের কর্মসংস্থান দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে অসম সরকার। ভারতীয় সেনা থেকে চার বছরের প্রশিক্ষণ নিয়ে এবং প্রায় 24 লক্ষ অ্যাসেট নিয়ে যখন এই প্রার্থীরা বের হবেন তখন দেশের কাছে তারা আবর্জনা হবে না। মুখ্যমন্ত্রী 9 থেকে 10 হাজার টাকা বেতন দিয়ে রাজ্যের যুবকদের ভলেন্টিয়ার এর চাকরি দিয়ে সমর্থন করছেন বলেও এদিন কটাক্ষ করেন সুকান্ত মজুমদার। তিনি বলেন এই যুবকরা যখন অবসর নেবেন তখন তাদেরকে মুখ্যমন্ত্রী কত টাকা দেবেন অগ্নিবীর থেকে বেশি টাকা তিনি কি দিতে পারবেন আগে তারপরে অগ্নিবীর নিয়ে মন্তব্য করবেন মুখ্যমন্ত্রী বলেও কটাক্ষ করেন তিনি।

Related Articles

Leave a Comment