Home রাজনৈতিক মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী হিসেবে শপথগ্রহণ করলেন একনাথ শিন্ডে, উপ-মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবীস

মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী হিসেবে শপথগ্রহণ করলেন একনাথ শিন্ডে, উপ-মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবীস

by Soumadeep Bagchi

কলকাতা টুডে ব্যুরো:মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী হিসেবে শপথগ্রহণ করলেন একনাথ শিন্ডে। উপ-মুখ্যমন্ত্রী হিসেবে শপথগ্রহণ করলেন দেবেন্দ্র ফড়ণবীস।শপথ বাক্য পাঠ করান মহারাষ্ট্রের রাজ্যপাল।

 

এদিন সাংবাদিক বৈঠকে বালাসাহেব ঠাকরের প্রসঙ্গ শোনা যায় একনাথ শিন্ডের কণ্ঠে। তিনি বলেন, “আমরা উন্নয়নের কাজে বদ্ধপরিকর। বালাসাহেব ঠাকরের হিন্দুত্ববাদ আদর্শের কথা ভেবেই এই সিদ্ধান্ত।”এদিন প্রথমে সাংবাদিক বৈঠকে জানানো হয় একনাথের মন্ত্রিসভায় থাকবেন না দেবেন্দ্র ফড়নবীশ। এই নিয়ে বিস্তর জলঘোলা হয়।

আরও পড়ুনঃ এক সময়ের অটোচালক একনাথ শিন্ডের হাতে আজ মহারাষ্ট্রের স্টিয়ারিং

 

সাংবাদিক বৈঠকে দেবেন্দ্র ফড়নবীশ বলেন, ” কংগ্রেস এবং NCP-র সঙ্গে জোট ভঙ্গ করার জন্য বারংবার এই বিক্ষুব্ধ বিধায়করা উদ্ধব ঠাকরের কাছে আবেদন করছিলেন। কিন্তু, তিনি কোনও কথায় আমল দেননি। এরপরেই কিছু বিধায়ক আওয়াজ তুলতে বাধ্য হয়েছিলেন। শিবসেনা এমন জোট সঙ্গী বেছে নিয়েছিল যারা হিন্দুত্ব এবং বীর সাভারকারের আদর্শের বিরোধী ছিল। জনগনের রায়ের অমর্যাদা করেছিল শিবসেনা।”

Related Articles

Leave a Comment