কলকাতা টুডে ব্যুরো:কলেজ-বিশ্ববিদ্যালয়ে ভর্তির বিধি ও নির্ঘণ্ট ঘোষণা করল সরকার । স্নাতক স্তরে ১৮ জুলাই থেকে অনলাইনে ভর্তির আবেদন । স্নাতকে ১৫ সেপ্টেম্বরের মধ্যে শেষ করতে হবে ভর্তির প্রক্রিয়া । ১ সেপ্টেম্বর থেকে স্নাতকোত্তরে ভর্তির আবেদন শুরু ।
বিজ্ঞপ্তিতে নির্দেশ দেওয়া হয়েছে‘ভর্তি চলাকালীন ক্যাম্পাসে সশরীরে হাজির নয়’ । ‘আবেদনের জন্য কোনও ফি নেওয়া যাবে না’। ভর্তির ফি জমা দিতে হবে অনলাইনে, বিজ্ঞপ্তি উচ্চশিক্ষা দফতরের।
আরও পড়ুনঃ ফের খবরের শিরোনামে সেই ভাটপাড়া, দিবালোকে শুটআউট ব্যবসায়ীকে
পড়ুয়া ভর্তির ক্ষেত্রে কলেজ ও বিশ্ববিদ্যালয় গুলিকে সতর্ক করা হয়েছে। স্পষ্ট নির্দেশ, মেধার ভিত্তিতেই অনলাইন অ্যাডমিশন করতে হবে। ছাত্র-ছাত্রীদের থেকে কোনও টাকা নেওয়া যাবে না ভর্তির জন্য। কাউন্সিলিং-এর নাম করে কোনও পড়ুয়াকে কলেজ বা বিশ্ববিদ্যালয়ে ডাকা যাবেনা। স্নাতক স্তরে ভর্তির ক্ষেত্রে নিজস্ব বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের জন্য ৮০ শতাংশ, বাইরের বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের জন্য ২০ শতাংশ আসন সংরক্ষণ করতে হবে।