Home সংবাদসিটি টকস ক্যান্সার প্রতিরোধে উদ্যোগ কলকাতা পৌরসভার

ক্যান্সার প্রতিরোধে উদ্যোগ কলকাতা পৌরসভার

by Soumadeep Bagchi

কলকাতা টুডে ব্যুরো:ক্যান্সার প্রতিরোধে সাধারণ মানুষকে সচেতন করতে এবার পদক্ষেপ নিল কলকাতা পৌরসভা । শনিবার থেকে শুরু কলকাতা পুরসভার ক্যান্সার স্ক্রীনিং সেন্টার। প্রতি মাসে একদিন কলকাতা পুরসভার প্রতিটি এলাকায় হবে স্ক্রিনিং সেন্টার। ক্যান্সার প্রতিরোধে কলকাতা পুরসভা ও আই এম এর যৌথ উদ্যোগে

 

আরও পড়ুনঃ ‘দুর্ঘটনা নয়, পরিকল্পিত হামলা,’তদন্তের দাবি তুলে লালবাজারের সামনে ভারতীয় জনতা মজদুর সেলের বিক্ষোভ

শহরবাসীর জন্য এই পরিষেবা ব্যবস্থা করা হয়েছে। বিনামূল্যে দেওয়া হবে এই ক্যান্সার পরিষেবা। শনিবার এই পরিষেবার শুরু চেতলা মেয়র্স ক্লিনিক থেকে করা হলো। উদ্বোধন করলেন কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম এবং কলকাতা পুরসভার স্বাস্থ্য উপদেষ্টা শান্তনু সেন।

Related Articles

Leave a Comment