কলকাতা টুডে ব্যুরো: বাংলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে চিঠি বিরোধী দলনেতার। এনআইএ তদন্ত চেয়ে চিঠি শুভেন্দু অধিকারী।
The quantum of explosives – 28,000 kgs of ammonium nitrate and 81,000 pieces of detonators recovered last week at Birbhum are enough to blow up an entire town.
I have written to Hon’ble HM Shri @AmitShah ji, requesting him to initiate @NIA_India investigation into the matters. pic.twitter.com/ynE7iBBnze
— Suvendu Adhikari • শুভেন্দু অধিকারী (@SuvenduWB) July 5, 2022
চিঠিতে শুভেন্দু লিখেছেন, “মুর্শিদাবাদের ডোমকলে বোমা বাঁধতে গিয়ে মৃত্যু। “মৃত সিরাজুল তৃণমূল কর্মী ও ডোমকলের বাসিন্দা। মুর্শিদাবাদ, মালদা, দক্ষিণ ২৪ পরগনায় এই ধরণের ঘটনা ঘটছে। বাংলায় বোমা তৈরি ক্ষুদ্র শিল্পে পরিণত হয়েছে। পঞ্চায়েত নির্বাচনের আগে তৃণমূল কর্মীরা বোমা তৈরি করছে। বিরোধীদের ভয় দেখাতে বোমা তৈরি করছে তৃণমূল কর্মীরা। বারবার টার্গেট করা হচ্ছে বিজেপি নেতা-কর্মীদের। বারবার পশ্চিমবঙ্গ পুলিশের ব্যর্থতা প্রকাশ্যে আসছে।”
আরও পড়ুনঃ মুখ্যমন্ত্রীর নিরাপত্তার স্বার্থে নবান্নে কর্তব্যরত পুলিশকর্মীদের মোবাইল ব্যবহার নিষিদ্ধ
অমিত শাহকে চিঠিহ দিয়ে দাবি শুভেন্দু অধিকারীর। এনআইএ তদন্ত চেয়ে চিঠি শুভেন্দু অধিকারীর।শুভেন্দুর এ চিঠি প্রকাশ্যে আসতেই তা নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়ে গিয়েছে জোরদার চর্চা।