কলকাতা টুডে ব্যুরো:মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে ফের কুরুচিকর মন্তব্য দিলীপ ঘোষের। এরপরই বিজেপির সর্বভারতীয় সহ সভাপতিকে গ্রেপ্তারির দাবি তুললেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। টুইটারে প্রধানমন্ত্রীকে ট্যাগ করে এই দাবি জানিয়েছেন তৃণমূল নেতা। তাঁর কথায়, “রাজনীতিতে কাদা ছোঁড়াছুঁড়ি চালিয়ে যাচ্ছেন দিলীপ ঘোষের মতো মানুষজন। এধরনের মানুষজনকে এবার গ্রেপ্তার করা দরকার।”
OUTRAGEOUS!
PM @narendramodi, it is ABOUT TIME to get this loose tongue arrested! Is this how @BJP4India leaders talk about the only sitting woman Chief Minister of the nation?
Political mud-slinging by the likes of @DilipGhoshBJP continues to REMAIN UNCHECKED.#ShameOnBJP pic.twitter.com/X7yv7zzj3r
— Abhishek Banerjee (@abhishekaitc) July 6, 2022
বুধবার অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী ও দিলীপ ঘোষকে ট্যুইট করে লিখেছেন, প্রধানমন্ত্রীর উচিৎ এই ধরণের বেফাঁস মন্তব্যে লাগাম দেওয়া। দিলীপ ঘোষের বক্তব্য তুলে ধরে অভিষেক নিজের ট্যুইটার হ্যান্ডেল থেকে লেখেন, এটাই কি একজন মহিলা মুখ্যমন্ত্রীর সম্পর্কে বিজেপি নেতার ভাষা?”
তাঁর বিস্ফোরক ট্যুইটে তিনি ট্যাগ করেছেন বিজেপির ট্যুইটার অ্যাকাউন্টকেও। দিলীপ ঘোষকে মুখে লাগাম দেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। উল্লেখ্য, দিলীপ ঘোষকে বারবার বিতর্কের মুখে পড়তে হয়েছে তাঁর লাগামছাড়া বেফাঁস মন্তব্যের জন্য।