কলকাতা টুডে ব্যুরো:“পঞ্চায়েতে যে দুর্নীতি চলছে তার বিরুদ্ধে অভিযান হচ্ছে। নতুন উদ্যমে বৃহত্তর পরিসরে ব্যাপকতম ঐক্য গড়ে তুলে আমরা পঞ্চায়েত নির্বাচনে এবারে ভোট লুটের প্রক্রিয়াকে বন্ধ করব। “পঞ্চায়েত নির্বাচন। পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে যে ব্যাপক প্রস্তুতি নিচ্ছে আলিমুদ্দিন স্ট্রীট, বুধবার তা বোঝা গেল সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমের কথায়।
তিনি আরও বলেন,”চোখে চোখে লড়াই করে যাতে গ্রামের মানুষের অধিকার ফিরিয়ে দেওয়া যায় সেই লক্ষ্যেই কাজ করব। গ্রাম বাংলার মানুষ যাতে স্বস্তি পায়। এসবের জন্য অনেকে মেকি বিরোধী দলকে (বিজেপি) সামনে আনার চেষ্টা করেছে, কিন্তু তাতে মানুষ আর ভুলছেনা”।
তিনি আরও বলেন, “বেকার ছেলেমেয়ে দের কাজ নেই। এখন তোঁ তৃণমূল তৃণমূলকে ধরছে। তৃণমূল নেতাদের বাড়িতে চড়াও হচ্ছে এখন মানুষ। পাহারায় পাবলিক কর্মসূচীতে প্রচুর মানুষ অভিযোগ জানিয়েছেন, আমরা সেগুলিকে একত্রিত করে আদালতের কাছে জমা করছি।
আমরা এবার গ্রামেও মানুষকে বলব টাকা ফেরত চান, নিয়োগে যে পরিমাণ দুর্নীতি হয়েছে”। রান্নার গ্যাস, নিত্যপ্রয়োজনীয় জিনিসের মূল্যবৃদ্ধি নিয়ে কেন্দ্রের নীতির সমালোচনা করে সিপিএমের রাজ্য সম্পাদক বলেন, “মুদ্রাস্ফীতি বাড়ছে, দেশের খুচরো বাজারে এর প্রভাব সবচেয়ে বেশি। তবে তারপরেও শুধু ধর্মের নামে দোহাই দেওয়া হচ্ছে”।